নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর বাকি মাত্র দুই মাস বাকি। ২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে তৃতীয় নাসিক নির্বাচন- এমনটাই জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা যেমন সরব রয়েছেন তেমনি ভোটাররাও প্রার্থীদের যোগ্যতার চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। বিশেষ করে বিগত দিনে যারা নির্বাচিত হয়ে জনসেবার পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন এমন কাউকে আগামীতে সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। তারই ধারাবাহিকতায় নাসিক ৮নং ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানাগেছে, বর্তমান কাউন্সিলর রুহুল আমিন মোল্লা নানা বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ায় তার প্রতি সাধারণ ভোটাররা নাখোশ। তাই ওয়ার্ডবাসী নতুন প্রার্থীর সন্ধানে রয়েছে।
এদিকে রুহুল আমিনে ক্ষুব্দ ওয়ার্ডবাসী বিকল্প প্রার্থী হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন যুবদলনেতা সাগর প্রধান। বিশেষ করে করোনাকালীন সময়ে গত দুই বছর ৮ নং ওয়ার্ডের সাধারণ অসহায় মানুষের কাছে যেভাবে ছুটে বেড়িয়েছেন সাগর প্রধান তা ভুলবার মত নয় বলে জানিয়েছেন পরের জনগণ। দলমত নির্বিশেষে সকলের দ্বারে দ্বারে সাহায্য নিয়ে পৌঁছে দিয়েছেন তিনি। অথচ বর্তমান কাউন্সিলর রুহুল আমিন প্রধানকে খুঁজেই পাওয়া যায়নি বলে জানান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন সাগর প্রধান এবং নিজ দলের একাধিক প্রার্থী থাকার পরেও সামান্য ব্যবধানে রুহুল আমিন মোল্লার কাছে পরাজিত হয়েছিলেন। এবার বিএনপি থেকে একজনের নামে ঘুরে ফিরে আসছে। তাই আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় সাগর প্রধানের সামনে সুবর্ণ সুযোগ আছে, এটা বলাই যায়। এছাড়াও এলাকায় বেশ জনপ্রিয় সাগর প্রধান গত দুই বছর যাবত করোনাকালীন সময়ে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে যেভাবে ছুটে বেড়িয়েছেন, তাতে করে ভোটের মাঠে তিনি এগিয়ে থাকবেন সেটা নির্দ্বিধায় মেনে নেবেন সকলে। ২০২০ সালের শুরুর দিকে করোনা আঘাত হানার পর থেকে জনগণকে সচেতন করা, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, মৃতদেহ দাফন করা, লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, গর্ভবতী মা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবার দেওয়াসহ নানাবিধ সেবামূলক কাজ একাধারে করেছেন তিনি। এক্ষেত্রে তিনি কে কোন দলের সেটা আলাদা করে দেখেননি। সকল দলের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সাগর প্রধান। ফলে আসন্ন ভোটের মাঠে সাগর প্রধানের জন্য এটা বড় নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বর্তমান কাউন্সিলর সম্পর্কে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। চাঁদাবাজী, মাদক ব্যবসা, ভূমি দস্যুতা, ঝুট সেক্টর নিয়ন্ত্রনসহ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। যার ফলে আগামী নির্বাচনে পরিবর্তন চাচ্ছে ৮নং ওয়ার্ডবাসী। সর্বশেষ গত ১৯ জুলাই কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করছেন এনায়েতনগর পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী ও সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন। ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে তদন্তের জন্য পাঠিয়েছেন। মামলার ঠিক দুইদিন আগে ১৭ জুলাই কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সহযোগী মমিনুল আলম পুষণ ওরফে বাবা পুষণকে (৩৩) মাদক মামলায় গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী বাবা পুষণ কাউন্সিলর রুহুলের ছত্র ছায়ায় পশ্চিম এনায়েতনগর ও লাকী বাজার এলাকায় জমজমাট ইয়াবা ও জুয়ার আসর চলে আসছে দীর্ঘদিন যাবত। প্রায় ৬/৭ মাস আগে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা’র আপন বড় ভাই খোকন মোল্লা এক ভিডিও বার্তায় দাবী করেছিলেন, কাউন্সিলর রুহুল আমিন মাদক ব্যবসা করেন। ৮নং ওয়ার্ডে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কাউন্সিলর রুহুলের পক্ষে খোকন মোল্লা হিসাব রাখতেন এবং মাদক ব্যবসার টাকা রুহুলের হাতে পৌঁছে দিতেন। খোকন মোল্লার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। পরবর্তিতে খোকন মোল্লার বিরুদ্ধে নিজের মাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছিল কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
স্বার্থের জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও অবস্থান নিতে একটু চিন্তা করেন না কাউন্সিলর রুহুল। এমনকি স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিও রুহুলের আক্রশের শিকার হয়েছেন। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনাও লাঞ্ছিত হয়েছিল রুহুল আমিনের কাছে। সিদ্ধিরগঞ্জে অংশীদারি ব্যবসার হিসাব চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুহুল ও তার সহযোগীর বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ দায়ের করেছিল অপর অংশীদার এমরান হোসেন। মূলত নানা অভিযোগের পরও কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে প্রশাসন কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় আগামী নির্বাচনে ভোটাররাই ব্যবস্থা নিবেন বলে স্থানীয় সচেতন মহল মনে করেছেন