৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় জেলা যুবদলের বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। শত শত নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথে মিছিল করে অনুষ্ঠানস্থলে যান তারা। মিছিলে আগত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো অনুষ্ঠান।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র আজ চার দেয়ালে বন্দি। মানুষের কোন মৌলিক অধিকার নাই, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ব্যবসায়ী সিন্ডিকেট সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে, আর তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে বিনা ভোটের অবৈধ সরকার। তাই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে। সেইসাথে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আজ এই সরকারের রোষানলে পড়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর কঠোর আন্দোলন সংগ্রামে ছাড়া এই অবৈধ সরকারের পতন ঘটানো যাবে না। তাই আসুন সবাই আবার রাজপথে নামি, হারানো গণতন্ত্র ফিরিয়ে আনি। যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক আমাদের শপথ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সালামত, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চয়ন, যুগ্ম সম্পাদক রাসেল রানাসহ কয়েকশত নেতাকর্মী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ