সভাপতি হওয়ার লোভে বিতর্কিতদের দিয়ে কমিটি সাজাচ্ছেন যুবদল সেক্রেটারি!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় বইছে তৃণমূলে। বছরের-পর-বছর মামলা-হামলা মাথায় নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করার পরেও কমিটিতে পদ বঞ্চিত হচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা। অপরদিকে বিভিন্ন সময়ে সরকারি দলের সাথে আঁতাত করে চলা সুবিধাবাদী নেতারা পেয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ পদবী। আর এজন্য তারা দায়ী করছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে। জেলা যুবদলের পরবর্তী কমিটিতে সভাপতি হওয়ার লোভে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে নিজ সমর্থনপুষ্ট কমিটি সাজাচ্ছেন খোকন- এমনটাই অভিযোগ তৃণমূলের।

তৃণমূল সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান কমিটি। যেকোনো সময় ভেঙে দেয়া হতে পারে শহীদুল ইসলাম টিটু আর গোলাম ফারুক খোকনের নেতৃত্বাধীন জেলা যুবদল কমিটি। বর্তমান সভাপতি শহিদুল ইসলাম টিটু আর যুবদল করবেন না, তাই যুবদল নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। তিনি বর্তমানে ফতুল্লা থানা বিএনপি’র সদস্য সচিব পদে আসার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা যুবদলের পরবর্তী কমিটিতে সভাপতি হওয়ার জন্য বর্তমান সেক্রেটারি গোলাম ফারুক নিজ বলয়ের অযোগ্য লোকজন দিয়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠন করছেন। আর তাই তৃণমূলে ছড়িয়ে পড়েছে ক্ষোভ আর হতাশা। প্রায় ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির এসব তৃণমূল নেতাকর্মীরা মামলা হামলা নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু তাদেরকে রাখা হচ্ছেনা কমিটিতে। গোলাম ফারুক খোকন তার কর্মচারী আর অনুগত লোকজন দিয়ে সাজাতে চাইছেন থানা আর পৌরসভার কমিটিগুলো, যাতে করে তার সভাপতি হওয়ার পথ সুগম হয়।

সূত্রে প্রকাশ, রুপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে দেলোয়ার হোসেনকে আর তারাব পৌর যুবদলের আহ্বায়ক করা হয়েছে আফজাল কবিরকে। এ দুজনকে নিয়ে রয়েছে চরম বিতর্ক। রূপগঞ্জের শিল্পপতি নেতা দিপু ভূইয়ার অনুসারী দেলোয়ার আর আফজাল কবীরের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই তৃণমূলের। সরকারি দলের নেতাদের সাথে আঁতাত করে দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ- এরূপ সুবিধাবাদী রাজনীতি করেন দেলোয়ার আর আফজাল। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকাও ছিলো প্রশ্নবিদ্ধ। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে যুবদলে বিতর্কিতদের অন্তর্ভুক্তিতে ক্ষোভের সঞ্চার হয় রূপগঞ্জ যুবদলের নেতাকর্মীদের মাঝে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে কিছুদিন আগে। ক্ষুব্দ যুবদল নেতাকর্মীরা হামলা চালায় আফজাল কবীরের বাড়িতে। সুচতুর ঘটনা ধামাচাপা দিয়ে দোষ চাপিয়ে দেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর।

আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক করা হয় কবীর হোসেন ওরফে ভিপি কবীরকে ও সদস্য সচিব খোরশেদ আলম। আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল্লাহ লিটন ও সদস্য সচিব আল আমিন। গোপালদী পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক এবং সদস্য সচিব আব্দুল কাদের মোল্লাকে করা হয়।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, কমিটিতে পদ পাওয়া ছয় নেতা আড়াইহাজার বিএনপি’র নব্য কিং মেকার নজরুল ইসলাম আজাদের অনুসারী। এদের নিয়ে আড়াইহাজারে বিতর্কের শেষ নেই। আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে কবীর হোসেনকে। এই কবীর হোসেন সম্বন্ধে খোঁজ নিয়ে জানা গেছে তা হলো, দীর্ঘদিন যাবৎ তিনি আড়াইহাজারে বসবাস করেন না, তিনি থাকেন সাভারে। মাঝেমধ্যে আড়াইহাজার যদিও আসেন, তখন তাকে দেখা যায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সাথে তার কোনো সম্পর্কই নাই। গত শুক্রবারও স্থানীয় আওয়ামী লীগ সাংসদ নজরুল ইসলাম বাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা যুবদলের সদ্য পদ পাওয়া আহবায়ক কবীর হোসেন। উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলমকে যুবদলের নেতাকর্মীরা কেউ ঠিকমতো চিনেনই না। তার বিগত দিনে রাজনীতিতে নেই কোনো পরিচিতি। নজরুল ইসলাম আজাদের ফাইফরমাশ খাটা কর্মচারী খোরশেদ আলমকে বানিয়ে দেয়া হয়েছে উপজেলা যুবদলের সদস্য সচিব।

আড়াইহাজার পৌরসভা যুবদলের আহ্বায়ক করা হয়েছে বর্তমান জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল্লাহ লিটনকে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী “এক নেতার এক পদ” থাকার কথা থাকলেও ছাত্রদলের গুরুত্বপূর্ণ সুপার ফাইভের মাহমুদুল্লাহ আড়াইহাজার পৌরসভা দলের আহ্বায়ক হয়ে গেছেন শুধুমাত্র নজরুল ইসলাম আজাদের কল্যাণে। তবে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব আলামিন। খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘ আট বছর যাবত তিনি সৌদি আরবে বসবাস করছেন এবং এখনও তিনি সেখানেই থাকেন। সৌদি আরবে থেকে পৌর যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়া ম্যাজিক দেখানো নেতা আলামিনকে মেয়েটাই সমালোচনার ঝড় বইছে যুবদলের নেতাকর্মীদের মাঝে। আর আলামিনের এই ম্যাজিকের এর মূলে রয়েছেন কিংমেকার নজরুল ইসলাম আজাদ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে ম্যানেজ করে আজাদ তার কর্মচারী আর অনুগতদের দিয়ে সাজিয়েছেন আড়াইহাজার যুবদলের কমিটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ