পুরানো ছন্দে ফিরছে না:গঞ্জ বিএনপি

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে ঘুরে দাড়াতে শুরু করেছে ঝিমিয়ে পরা বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন থমকে থাকা সাংগঠনিক কর্মকান্ড কিছুটা চাঙ্গা হওয়ায় আবারো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনগুলোর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে গতি ফিরেছে সাংগঠনিক তৎপরতায়। তাছাড়া বর্তমানে পুলিশের হামলা মামলা আগের মতো না থাকায় আর রাজনৈতিক কর্মসূচি পালনে বাঁধা নো দেওয়ায় নেতাকর্মীদের মাঝ থেকে আতঙ্কের ভাবটা কমতে শুরু করেছে।

সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যক্রম জোরেসোরে এগিয়ে চলেছে। জেলা আওতাধীন বিভিন্ন থাকা কমিটি গঠনে াাহবায়ক কমিটির নেতারা ব্যস্ত সময় পার করছেন। এ লক্ষ্যে বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে। এসব উপ কমিটির নেতারা থানার সম্ভাব্য প্রার্থীদের সাথে মত বিনিময় করছেন। ফলে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পরেছে সাংগঠনিক কর্ম ব্যস্ততা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিও যে কোন সময় ভেঙ্গে দেয়া হতে পারে। আসতে পারে আহবায়ক কমিটি। তাই মহানগর বিএনপির নেতারা তাদের গণসংযোগ বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। যার ফলে কর্মীর সাথে নেতাদের দুরত্ব ক্রমেই কমে আসছে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে। যে কোন সময় ঘোষনা হতে পারে আহবায়ক কমিটি। ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবদলের সাথে কর্মীসভায় অংশ নিয়েছেন পদ প্রত্যাশী নেতারা। তাছাড়া নেতাকর্মীদের মাঝেও চলছে সাংগঠনিক বিভিন্ন কর্মতৎপরতা। মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন যুবদল নেতারা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের মাঝেও ফিরে এসেছে চাঙ্গাভাব। একদিকে জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটি গঠনে চলছে জোর তৎপরতা অপরদিতে জেলা যুবদলের পরবর্তী কমিটির শীর্ষ পদে আসতেও চলছে নেতাদের মাঝে প্রতিযোগিতা। তাই নারায়ণগঞ্জের প্রত্যান্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যুবদলের নেতাকর্মীরাও এখন ঐক্যবদ্ধ হচ্ছে নতুন করে ঘুরে দাড়াতে।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটি ঘোষনার সকল প্রস্তুতি প্রায় শেষ। যে কোন সময় ঘোষনা হয়ে যেতে পারে। মহানগর ছাত্র ছাত্রদলের ইউনিট কমিটিগুলো প্রায় শেষের দিকে। জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ও ইউনিট কমিটিগুলোও আসতে পারে যে কোন সময়। ফলে নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে শুরু করেছে পুরানো সেই হারিয়ে যাওয়া ছন্দ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ