বিএনপিতে পুনর্জাগরণ, ঐক্য ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ বিএনপিতে পুনর্জাগরণ ঘটেছে। পুলিশের ভয়ে পালিয়ে থাকা নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা ফিরে এসেছে রাজপথে। জুজুর ভয় কাটিয়ে নির্ভয়ে রাজপথে শ্লোগান দিচ্ছে তারা, মিটিং মিছিলে থাকছে সরব উপস্থিতি। দলীয় রাজনীতি করার এমন সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলো তারা। সে অবস্থার উত্তরণ ঘটিয়ে আবারো পুরানো রূপে ফিরতে শুরু করেছে নারায়ণগঞ্জ বিএনপি। মিটিং আর মিছিলে মিছিলে নারায়ণগঞ্জের রাজপথে ঝড় তুলছেন বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির ব্যানারে আয়োজিত দুটি কর্মসূচিতে সেই পুরানো রূপেই দেখা গেছে নারায়ণগঞ্জ বিএনপিকে, ডর ভয়হীন নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে ঢেউ তুলেছেন নারায়ণগঞ্জের রাজপথে। ঘন্টাব্যাপী কর্মসূচিতে ব্যস্ততম রাজপথ দখল করে বক্তৃতা দিয়েছেন নেতারা আর মন্ত্রমুগ্ধের মতো দাড়িয়ে দাড়িয়ে সেই বক্তব্য শুনে আগামী দিনের স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে জিয়ার আদর্শের সৈনিকেরা। অনেকের মতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাড়িয়েছে নারায়ণগঞ্জ বিএনপি, ফলে সুদিন ফিরতে আর বেশী বাকী নাই তাদের। সেই সাথে এই জাগরণ ধরে রাখাটাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।

সূত্রে প্রকাশ, গত কয়েক বছর নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচি মানেই ছিলো সেই চিরচেনা দৃশ্য। গেরিলা অপারেশনের মতো বিভিন্ন দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে নেতাকর্মীরা এসে ব্যানার নিয়ে দাড়ানো মাত্র পুলিশ এসে বাঁধা দিয়ে ব্যানার কেড়ে নেয়া এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া। মাঝে মাঝে প্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এতে অনেক মামলায় আসামীও হয়েছেন বহু বিএনপি নেতা। আর তাই কেন্দ্রীয় কোন কর্মসূচি দিলেই বুক দুরুদুরু করতো নারায়ণগঞ্জ বিএনপির নেতার্মীদের। রাজপথ ছেড়ে প্রেসক্লাবের পিছনের গলিতে গিয়েও নিস্তার পায়নি বিএনপির নেতাকর্মীরা। সেখানেও তাদের তাড়া করেছে পুলিশ। এখন সে ভয়কে পিছনে ফেলে ঘুরে দাড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা। তবে এই পুনরুজ্জীবন কতদিন টিকে সেটাই দেখার বিষয়।

জানা যায়, নারায়ণগঞ্জ বিএনপি’র নেতাকর্মীদের ঘুরে দাড়ানোর পথে প্রধাণ অন্তরায় হচ্ছে তাদের সিনিয়র নেতাদের ব্যক্তিগত দ্বন্দ সংঘাত, আর নেতায় নেতায় দ্বন্দের কারনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পর্যন্ত বিভক্ত হয়ে পরছেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ বলয়ের প্রার্থীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় নির্বাচনে মাঠেই নামেনি অনেক নেতার শিষ্যরা। নারায়ণগঞ্জ বিএনপিতে দলের চেয়ে ব্যক্তি অনুসারীর সংখ্যা বেশী। যদিও তারা সবাই মুখে বলে সবাই শহীদ জিয়ার সৈনিক।

জেলা ও মহানগর বিএনপি’র শীর্ষ নেতাদের মনোমালিন্য আর কোন্দলের দায় বয়ে বেড়াতে হয় কর্মী সমর্থকদের। আর বর্তমান প্রেক্ষাপটে এই কোন্দল আর রেষারেষি দলের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। বিগত দিনের সকল পাওয়া না পাওয়ার হিসেবে বাদ দিয়ে সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার জন্য তাই সিনিয়র নেতাদের মুখের দিকে তাকিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি’র নেতাকর্মীরা। দলের সুদিন ফিরিয়ে আনতে হলে ঐক্যের কোন বিকল্প নেই বলে মনে করছেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ