সুদিন ফিরছে নারায়ণগঞ্জ বিএনপির!

নারায়ণগঞ্জ মেইল: আবারো পুরানো রূপে ফিরতে শুরু করেছে নারায়ণগঞ্জ বিএনপি। মিটিং আর মিছিলে মিছিলে নারায়ণগঞ্জের রাজপথে ঝড় তুলছেন বিএনপির নেতাকর্মীর্ ানারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির ব্যানারে আয়োজিত দুটি কর্মসূচিতে সেই পুরানো রূপেই দেখা গেছে নারায়ণগঞ্জ বিএনপিকে, ডর ভয়হীন নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে ঢেউ তুলেছেন নারায়ণগঞ্জের রাজপথে। ঘন্টাব্যাপী কর্মসূচিতে ব্যস্ততম রাজপথ দখল করে বক্তৃতা দিয়েছেন নেতারা আর মন্ত্রমুগ্ধের মতো দাড়িয়ে দাড়িয়ে সেই বক্তব্য শুনে আগামী দিনের স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে জিয়ার আদর্শের সৈনিকেরা। অনেকের মতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাড়িয়েছে নারায়ণগঞ্জ বিএনপি, ফলে সুদিন ফিরতে আর বেশী বাকী নাই তাদের।

অথচ গত কয়েক বছর নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচি মানেই ছিলো সেই চিরচেনা দৃশ্য। গেরিলা অপারেশনের মতো বিভিন্ন দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে নেতাকর্মীরা এসে ব্যানার নিয়ে দাড়ানো মাত্র পুলিশ এসে বাঁধা দিয়ে ব্যানার কেড়ে নেয়া এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া। মাঝে মাঝে প্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এতে অনেক মামলায় আসামীও হয়েছেন বহু বিএনপি নেতা। আর তাই কেন্দ্রীয় কোন কর্মসূচি দিলেই বুক দুরুদুরু করতো নারায়ণগঞ্জ বিএনপির নেতার্মীদের। রাজপথ ছেড়ে প্রেসক্লাবের পিছনের গলিতে গিয়েও নিস্তার পায়নি বিএনপির নেতাকর্মীরা। সেখানেও তাদের তাড়া করেছে পুলিশ।
কিন্তু সোমবার ১১ জানুয়ারি দেখা গেলো সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যপট। প্রধাণ নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবীতে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটি। ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের এক পাশ আটকিয়ে রেখে দীর্ঘ সময় ধরে চলা এই মানববন্ধনের কারনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময়ে পুলিশকে দেখা গেছে মানববন্ধনস্থলের কাছে দাড়িয়ে পাহাড়া দিতে এবং কয়েকজন ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে যানজট নিরসনের চেষ্টা করছিলেন।

শনিবার ১৬ জানুয়ারি সেই একই রূপে জেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আরম খন্দকারের সভাপতিত্বে এবং অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল দশটায় শুরু হয়ে প্রায় দেড় ঘন্টাব্যাপী চলে। এ দীর্ঘ সময় ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের একপাশ বন্ধ ছিলো। নেতাকর্মীরা মুর্হুর্মুহু সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। দীর্ঘদিন মন খুলে নারায়ণগঞ্জের রাজপথে কর্মসূচি পালন করতে না পেরে নেতাকর্মীদের মাঝে লক্ষ্য করা গেছে বাঁধভাঙ্গা উচ্ছাস।

মানববন্ধন ও সমাবেশে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে যোগদান করে এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে পুরো বঙ্গবন্ধু সড়ক। এ সময়ে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাএনর বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাুিব জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে রাজপথে দুর্বার আন্দোলনের ঘোষনা দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ