খোকন সাহাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন আইভী!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রথম নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীর প্রতিদ্বন্দ্বী ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান। যদিও সেই নির্বাচন দলীয় প্রতীকে হয়নি। তাই দুজনই আওয়ামীলীগের সমর্থন নিয়ে ভোট যুদ্ধে নেমেছিলেন।

গত নাসিক নির্বাচনে মেয়র আইভীর পাশাপাশি দলীয় প্রতীক পেতে মাঠে নেমেছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। ঐ নির্বাচনের আগে মেয়র আইভীর বিরুদ্ধে কড়া কড়া মন্তব্যও করেছিলেন আনোয়ার হোসেন। সাংসদ শামীম ওসমান ও আনোয়ার হোসেনের পর এবার মহানগর আওয়ামীলীগের খোকন সাহাকে প্রতিদ্বন্দি ভাবছেন মেয়র আইভী- এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়াও নির্বাচনের ৭/৮ মাস বাকি থাকলেও বিভিন্ন সভা-সমাবেশে মেয়র আইভীকে ইঙ্গিত করে নানা মন্তব্য করছেন খোকন সাহা। এতে বিব্রত হয়ে প্রতিপক্ষকে এখনই ঘায়েল করতে খোকন সাহার বিরুদ্ধে আইসিটি আইনে মামলাও করেছেন মেয়র সেলিনা হায়াত আইভী। গত সপ্তাহের সোমবার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশ, ঢাকায় স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগটি দায়ের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী ম্যাকানিজমে মাঠে নেমেছেন মেয়র আইভী- এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মেয়রের অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় ‘হিন্দু লাইভস মেটার’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনাকারী কানাডা প্রবাসী প্রদীপ দাসকে ১ নং আসামী করা হয়েছে। আর খোকন সাহাকে করা হয়েছে দ্বিতীয় আসামী। মূলত শহরের জিউস পুকুর দখলকে ইস্যুতে খোকন সাহার দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার পরই আগামী নির্বাচনী মাঠে প্রার্থীদের লড়াই শুরু হয়ে গেছে।

জানাগেছে, চলতি বছরের শেষের দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ছে। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী। পাড়া-মহল্লায় উন্নয়ণ কাজ পরিদর্শনে ছুটছেন তিনি। পাশাপাশি বিভিন্ন নতুন প্রকল্প বাস্তবায়নেও কাজ করছেন মেয়র আইভী। মেয়রের পাশাপাশি আগামীতে মেয়র পদে নির্বাচনে মাঠে নেমেছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।

বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনসহ মেয়র আইভীকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করছেন। উন্নয়ণের মানে মেয়রের অনিয়মের কথাও তুলে ধরছেন খোকন সাহা। যদিও তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোন প্রার্থী মাঠে নামেনি। শুধুমাত্র খোকন সাহাই মাঠে নেমেছেন। তবে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর বিরোধের কারণে শামীম ওসমানের পক্ষ থেকে নাসিক নির্বাচনে শক্ত প্রার্থীর সন্ধানে করা হচ্ছে।

তবে শামীম ওসমানের অনুসারিরা বলছেন, দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবে। সম্প্রতি জিউস পুকুর দখলের অভিযোগে মেয়র ও তার পরিবারের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়টি কর্মসূচীতে সরব ছিলেন খোকন সাহা। তাই খোকন সাহাকে ঘায়েল করতে তার বিরুদ্ধে মামলা করেছেন বলে অভিযোগ খোকন সাহার অনুসারিদের। যদিও খোকন সাহা ইতিমধ্যে বলেছেন, মামলার জবাব মামলা দিয়েই দেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ