অযোগ্যদের ভীড়ে রাজিবের না থাকাটাই সম্মানের

নারায়ণগঞ্জ মেইল: সদ্য ঘোষিত জেলা বিএনপির আহবায়ক কমিটিতে এক ঝাঁক নিষ্ক্রিয় নেতাকে পদায়ন করা হলেও রাখা হয়নি রাজপথের পরীক্ষিত নেতা ও কর্মী বান্ধব মাসুকুল ইসলাম রাজিবকে। দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে সফল নেতৃত্ব দেয়ার পর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও বলিষ্ঠ ভূমিকা ছিল রাজীবের কিন্তু অদৃশ্য হাতের ইশারায় এবার নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান হয়নি তার। রাজীবকে মাইনাস করায় ক্ষোভে ফুঁসে উঠেছে বিএনপির তৃনমূল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজিব ভক্তরা প্রতিবাদের ঝড় তুলছেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এক দল অযোগ্যদের ভীড়ে রাজিবের মতো পরীক্ষিত নেতাদের না থাকাটাই সম্মানের হয়েছে। বরং এই অযোগ্যদের মিছিলে রাজিবকে রাখা হলে তাকেও একই সারিতে মূল্যায়ন করা হতো। আর তাই এই নিষ্ক্রিয় নেতাদের সাথে মাসুকুল ইসলাম রাজিবওক না রেখে কেন্দ্র বরং রাজিবের সম্মানটা রক্ষা করেছেন এ যাত্রায়।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির এবারের অহবায়ক কমিটিকে স্মরণকালের সবচেয়ে বাজে কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন রাজনৈতিক বোদ্ধারা। এক ঝাঁক অযোগ্য আর নিষ্ক্রিয় নেতার সমন্বয়ে গঠন করা হয়েছে এবারের কমিটি। যে তৈমূর আলম খন্দকার গত কয়েক বছর যাবত কেন্দ্রীয় নেতাদের দোকানদার আখ্যায়িত করে বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন, সেই তৈমূরই এবারের দোকানদারদের কাছ থেকে কমিটি কিনে এনেছেন চরা দামে বেচবেন বলে। আর মাসুকুল ইসলাম রাজিবের মতো ত্যাগী নেতারাতো তৈমূরের কাছ থেকে টাকা দিয়ে পদ পদবী কিনবেন না। আর তাই পান্না মোল্লা কিংবা রুহুল আমিনের মতো ওয়ান ম্যান নেতাদের দিয়ে ব্যাটালিয়ান সাজিয়েছেন তৈমূর পদ বানিজ্যের আশায়। সেখানে মাসুকুল ইসলাম রাজিবের না থাকাটা বিশাল সম্মান আর ইজ্জতের বলেই বিজ্ঞজনের মত।

নারায়ণগঞ্জ আদালতপাড়ার এক বিএনপি পন্থী আইনজীবী নেতা এ বিষয়ে আক্ষেপ করে বলেন, যে কমিটিতে বরিশাইল্লা রুহুল আমিনের মতো নেতা পদ পায়, যার না আছে কোন কর্মী, না আছে নিজস্ব কোন অবস্থান বরং এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে সে রুহুল আমিনের সাথে মাসুকুল ইসলাম রাজিবের মতো আকাশচুম্বি জনপ্রিয় নেতা এক কাতারে নেই সেটা রাজনীতির জন্যেও যেমন সম্মানের তেমন রাজিবের জন্যেও আশির্বাদের।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ