এড. তৈমূরের রিট বানিজ্য তুঙ্গে!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকারের রিট বানিজ্য এখন তুঙ্গে। যে কোন ইস্যুকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করে এবং পরবর্তীতে বিবাদী পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করাই এখন তৈমূরের প্রধাণ কাজ- এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। নির্যাতিত কৃষক থেকে শুরু করে মসজিদ বিস্ফোরণে নিহতদের জন্যে তৈমূরের রিটও নাকি ছিলো টাকা কামানোর জন্যে। বর্তমানে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যে রিট করেছেন তাও করেছেন এদের কাছ থেকে মাসোহারা আদায়ের জন্যে।

নেতাকর্মীদের সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লায় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৫ জন মুসুল্লি মৃত্যুবরন করেন। ৭ সেপ্টেম্বর নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরনের দাবি করে হাইকোর্টে রিট করেন নারায়ণগঞ্জ বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকার। রিটের বাদী করা হয় তৈমূর কণ্যা ব্যারিষ্টার মারিয়াম খন্দকারকে আর বাদী পক্ষের আইনজীবী ছিলেন এড. তৈমূর। ৯ সেপ্টেম্বর রিটের শুনানী শেষে প্রত্যেক পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার েির্দশ দেন হ্ইাকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে তিতাস। তিাসের সে আবেদনের শুনানী অনুষ্ঠিত হয় ১৩ সেপ্টেম্বর। এদিন আপিল বিভাগের চেস্বর জজ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এড. তৈমূরের বিরুদ্ধে তারই দলের অনেক নেতাকর্মী অভিযোগ জানিয়ে বলেন, যেদিন তিতাসের আপিলের শুনানী অনুষ্ঠিত হয় সেদিন এড. তৈমূর তার মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের আদালতে উপস্থিত ছিলেন, ঢাকায় শুনানীতে অংশ নেননি। তিতাসের কাছ থেকে মোটা অংকের টাকা পেয়ে তৈমূর শুনানীতে অংশ নেননি বলেও অভিমত অনেক বিএনপি নেতাকর্মীর।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে জনৈক বিএনপি নেতা জানান, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে তৈমূরের রিট কৃষকের জমি উদ্ধারের জন্যে নয় বরং বসুন্ধরা থেকে মাসিক দুই লক্ষ টাকা মাসোহারা চেয়েছিলেন তৈমূর। কিন্তু বসুন্ধরা গ্রুপ টাকা দিতে অপারগতা জানালে বিকল্প উপায় বেছে নেন ধুরন্ধর তৈমূর। আদালতে রিট করে বসুন্ধরাকে বেকায়দায় ফেলে টাকা কামানোর ধান্ধা করছেন তিনি।

এসব বিষয়ে জানতে চাইলে এড. তৈমূর আলম খন্দকার বলেন, আমি আপিল শুনানীর দিন সকালে নারায়ণগঞ্জে ছিলাম কিন্তু শুনানী অনুষ্ঠিত হয়েছে বিকাল সাড়ে তিনটায়। আমি নারায়ণগঞ্জ থেকে গিয়ে শুনানীতে অংশ নিয়েছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ