নির্বাচন ঠেকাতে আসাদ চেয়ারম্যানের হাইকোর্টে দৌড়ঝাপ

নারায়ণগঞ্জ মেইল: আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিয়নের প্রার্থীরা সরব রয়েছেন। বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পরিবর্তনও করতে চায় সাধারণ ভোটাররা। বিগত দিনে কাঙ্খিত সেবা না পেয়েই ভোটাররা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সরজমিনে গিয়ে জানাগেছে। কিন্তু ভোটারদের অবস্থা বুঝতে পেরে বিতর্কিত অনেক চেয়ারম্যানই পুনরায় চেয়ারম্যান পদে বহাল থাকতে ইতিমধ্যে বিভিন্ন কৌশলে নেমে পড়েছেন।

জানাগেছে, সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয় ভোটারদের। সাধারণ মানুষের সেবার পরিবর্তে নিজের ভাগ্যের পরিবর্ত করেছেন বলে অভিযোগ রয়েছে। তাই আগামী নির্বাচনে নিজের নড়বড়ে অবস্থানের কথা চিন্তা করে নির্বাচন স্থগিত করার অপচেষ্টা করছেন বলে একটি বিশেষ সূত্রে জানাগেছে।

সূত্রটি নিশ্চিত করেছে, ইতিমধ্যে আসাদুজ্জামান হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন। মূলত এনায়েতনগর, কাশীপুর ও গোগনগর ইউনিয়ন এলাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় নিতে সুপারিশ করায় তা অনেকটা বাস্তবায়ন হতে চলছে। সেই ইস্যুতে কয়েকটি কারণ দেখিয়ে হাইকোর্ডে দৌড়ঝাঁপ করছেন আসাদুজ্জামান। ফতুল্লা ইউনিয়ন পরিষদের মত এনায়াতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রেখে চেয়ারম্যান পদে থাকতে চাইছেন আসাদুজ্জামান। এব্যাপারে আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার মামা মারা গেছে, আমি সেখানে আছি বলে ফোনটি কেটে দেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, এক সময় জাতীয় পার্টি পরবর্তিতে বিএনপির রাজনীতি করতেন আসাদুজ্জামান। আনুমানিক ১৯৯৯ সাথে ধর্মগঞ্জে ড্রেস ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিজের অবস্থান শক্ত করতে আওয়ামীলীগে যোগদেন আসাদুজ্জামান। এরপর পিছনে তাকাতে হয়নি আসাদুজ্জামানের। ঐসময় দুর্ধর্ষ হিসেবে পরিচিতি ছিল তার। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরই আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান তিনি। নদী দখলসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এদিকে, সাধারণ ভোটাররা নির্বাচনের মধ্যমে আগামী নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত করতে চান। তাই নির্বাচন স্থগিতের পায়তারা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ভোটাররা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ