জিউস পুকুর রক্ষার আন্দোলনে ছাত্রলীগের একাত্মতা

নারায়ণগঞ্জ মেইল: শহরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গনে মেয়র আইভী ও তার পরিবারের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি জিউস পুকুর দখলের অভিযোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রতীকী অনশন কর্মসূচি সংহতি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।

বুধবার আয়োজিত কর্মসূচীতে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেলসহ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দরা।

মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ তার বক্তব্যে বলেন, ভূমিদস্যু মেয়রের জন্য দলের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে হিন্দু সম্প্রদায়ের জমি দলের করে আওয়ামীলীগের ইমেজ ক্ষুন্ন করছে মেয়র।

হিন্দু নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে রিয়াদ বলেন, আপনারা এই সমস্যাটির কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানান। তিনি অবশ্যই দেবোত্তর সম্পত্তি রক্ষায় যথাযথ পদক্ষেপ নিবেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ তার বক্তব্যে বলেন, যেখানে অন্যায় সেখানেই ছাত্রলীগ। তাই অন্যায় ভাবে মেয়র দেবোত্তর সম্প্রত্তি দখল করবে সেটা হবে না। তাই প্রতীকী অনশন কর্মসূচতে আমরা জেলা ছাত্রলীগ সংহতি জানাচ্ছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ