সরকারী দল তবুও সাংগঠনিক দূর্বলতায় না’গঞ্জ আ:লীগ!

নারায়ণগঞ্জ মেইল: দল ক্ষমতায় তবুও দলীয় কোন্দলের কারণে সাংগঠনিক ভাবে অনেকটা দূর্বল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। টানা তৃতীয় বারের মত দল ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জে আওয়ামীলীগের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ হতে পারেনি। যার ফলে দিন দিন দলের মধ্যে অনুপ্রবেকারীর সংখ্যা বেড়েই চলছে। নেতারা নিজেদের বলয়কে শক্তিশালী করতে বিতর্কিতদেরও আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত করছেন। ব্যাপক উন্নয়ণ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুন বেড়ে গেলেও স্থানীয় বিতর্কিত নেতারা উল্টো দলের ইমেজ ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেছে। এ কারণে চাঙ্গা হয়ে ওঠা নেতাকর্মীদের আবারো হতাশা গ্রাস করেছে।

কর্মীদের মতে, উন্নয়নে এগিয়ে থাকা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে পিছিয়ে রয়েছে। টানা তৃতীয় বারের ন্যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুরো জেলা জুড়ে উন্নয়ণ মূলক কর্মকান্ড শুরু হয়। মন্ত্রী, এমপি, মেয়রসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উন্নয়ণমূলক কাজ করে যাচ্ছেন। উন্নয়ণে আধুনিক শহরে রূপ নিতে শুরু করেছে নারায়ণগঞ্জ। অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিনরা উন্নয়ণের ইস্যুতে প্রতিযোগীতাও করছেন।

তবে জেলা, মহানগরসহ থানা, ইউনিয়ন এমনকি মহানগরের প্রতিটি ইউনিটে আওয়ামীলীগের নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। নেতায় নেতায় দ্বন্দ্বের কারণে প্রতিটি কমিটিই দূর্বল হয়ে পড়ছে। আর দ্বন্দ্বের কারণে দলকে সাংগঠনকি ভাবে আরো বেশী শক্তিশালী করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলকে চাঙ্গা করতে ইতোমধ্যে থানা কমিটি গুলো পুনর্গঠন করা হচ্ছে। তবে এনিয়ে রয়েছে নানা বিতর্ক। এ নিয়ে নতুন করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। আর মহানগর আওয়ামীলীগের মেয়াদ উত্তীর্ণ হলেও ২৭টি ওয়ার্ডের কমিটি পুনর্গঠনে ব্যর্থ হয়েছে।

রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, নারায়ণগঞ্জের নেতারা আওয়ামী লীগের হয়ে যে কোন কর্মকান্ডে নিবেদিত হয়ে রাজপথে নেমে আসে। কিন্তু কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জের নেতাদের সেভাবে মূল্যায়ন না করায় আগামীদিনে আওয়ামী লীগের রাজনীতি বড় ধরনের প্রভাব পরবে। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলে আসছে। স্থানীয় কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও তেমন ফলাফল আসেনি। বরং দিন দিন নেতায় নেতায় দ্বন্দ্ব বেড়েই চলছে।

সম্প্রতি সোনারগাঁ আওয়ামীলীগের আহবায়ক কমিটি নিয়ে জেলা আওয়ামীলীগের নেতাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এদিকে, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে নেতারা কয়েকটি ভাবে বিভক্ত হয়ে পড়েছে। এতে করে নেতারা দলের সাংগঠনিক গতি ফিরিয়ে আনার কোন ভূমিকা না রাখলেও নিজের বলয়কে শক্তিশালী করতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই সংগঠনিক ভাবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ অনেকটা দূর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ