নারায়ণগঞ্জ মেইল: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে চরম বিশৃঙ্খলতার পরিচয় দিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। অপরদিকে সুশৃংখল আয়োজনের মাধ্যমে সকলের প্রশংসা কুড়িয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
ঘটনা সূত্র প্রকাশ, গত ২১ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে ১১ টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা যুবদল এবং বিকেল তিনটায় কিল্লারপুল এলাকায় এই আয়োজন করে মহানগর যুবদল। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী যথাসময়ে যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে জেলা যুবদলের বিশৃংখল আয়োজন দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে গাড়ি থেকে না নেমেই ফেরত চলে যান।
কেন্দ্রীয় সভাপতি ফেরত চলে যাওয়ায় তাৎক্ষণিক চাঞ্চল্য দেখা দেয় নেতাকর্মীদের মধ্যে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি মূলতঃ চেয়েছিলেন যেহেতু এটি জেলা যুবদলের অনুষ্ঠান সেহেতু গ্রামের প্রত্যন্ত এলাকায় অনুষ্ঠানটি আয়োজন করে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে তারেক রহমানের উপহার সামগ্রী তুলে দিতে। কারণ একই অনুষ্ঠান মহানগর যুবদলের আয়োজনেও করা হয়েছে। মহানগর যুবদল শহরে আয়োজন করবে আর জেলা যুবদল করবে গ্রামে। কিন্তু তিনি এসে দেখেন জেলা যুবদলের আয়োজন করা হয়েছে শহরের একটি বড় স্কুলে। পুরো অনুষ্ঠানস্থলকে ঘিরে ব্যানার ফেস্টুন দিয়ে স্কুল ঢেকে ফেলা হয়েছে। স্কুলে যুবদলের কিছু নেতাকর্মী বিশেষ স্বেচ্ছাসেবক পোশাকের পাশাপাশি ওয়াকিটকি ব্যবহার করছেন। সবকিছু মিলিয়ে স্কুলের ভেতরে তার গাড়ি প্রবেশের সময় তিনি স্কুলে অনুষ্ঠানে না গিয়ে ক্ষুব্দ হয়ে গাড়ি ঘুরিয়ে ফিরে যান।
ক্ষুব্ধ যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান নারায়ণগঞ্জ ক্লাবে। সেখান থেকে প্রায় দুই ঘন্টা পরে পুনরায় অনুষ্ঠানস্থলে আসেন। সেখানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তার সেই ক্ষোভের বহিঃপ্রকাশে তিনি বলেন, আমি চেয়েছিলাম অনুষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় করতে। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ করতে কিন্তু এখানে এসে দেখি শহরে অনুষ্ঠানটি করা হয়েছে। আমার জন্য অনেকক্ষণ আপনাদের অপেক্ষা করতে হয়েছে এজন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
অপরদিকে বিকেল তিনটায় মহানগর যুবদলের উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। অনুষ্ঠানের আয়োজনে বাড়তি কোনো আড়ম্বরতা ছিল না, ছিলনা শত শত নেতাকর্মীর শ্লোগান আর জটলা। কিল্লারপুল এলাকায় একটি মাঠে অসহায় দুঃস্থ মানুষজন সুশৃংখলভাবে তাদের ঈদ সামগ্রী নিয়ে বসে ছিলেন। অনুষ্ঠানস্থলে বাড়তি কোনো ব্যানার ফেস্টুনও নজরে আসেনি।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বাধীন ৫১ সদস্যের মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির বাইরে তেমন কোন লোক সমাগম ছিল না। সংগঠনের কিছু ভলান্টিয়ার পুরো অনুষ্ঠানটির শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলো। অনুষ্ঠানের আয়োজন দেখে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সন্তুষ্টি প্রকাশ করেন এবং মহানগর যুবদলের আয়োজনের প্রশংসা করেন।