জেলা ছাত্রদলের আলোচনায় যারা

নারায়ণগঞ্জ মেইল: যে কোনো সময় ঘোষনা করা হতে পারে নাারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটির। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনির যোগ্য উত্তরসূরি নির্নয়ের মাধ্যমে ছাত্রদলের রাজনীতিকে চাঙ্গা করতে খুব শীঘ্রই কমিটির ঘোষনা আসতে পারে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিতে গত কমিটি ভেঙ্গে দেয়ার পর থেকেই সম্ভাব্য পদপ্রত্যাশী ছাত্রদল নেতারা কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। বিগত দিনের রাজনীতির পরিসংখ্যান তুলে ধরে ছাত্রদলের নেতৃত্বে আসতে প্রস্তুত একঝাঁক উদীয়মান ছাত্রনেতা, যাদের হাতে তুলে দেয়া হবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব।

তবে তৃণমূল নেতাকর্মীদের দাবী মাঠের রাজনীতিতে যারা থাকেন, বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা একাধিক মামলা আসামি হয়েছেন, সংগঠন করতে গিয়ে বিভিন্নভাবে যারা হামলা নির্যাতনের শিকার হয়েছেন তাদের নিয়েই যেনো নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়।

এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় আছেন সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহম্মেদ জিকু, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভূইয়া, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম প্রধান প্রমূখ।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে নারায়নগঞ্জ জেলা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০১৮ সালের ৫ জুন মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের অংশিক কমিটি ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারন সম্পাদক আকরামুল হাসান। পরবর্তী দীর্ঘ প্রায় চার বছর পর গত ৩০ মার্চ আরিফুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৫৯২ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তাৎকালীন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ