কমিটির অভাবে ধুঁকছে আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো

নারায়ণগঞ্জ মেইল: দীর্ঘ বছর ধরে দল ক্ষমতায় থাকলেও সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। গত ২৩ অক্টোবর জেলা আওয়ামীলীগের সম্মেলন হলেও মেয়াদহীন মহানগর আওয়ামীলীগের সম্মেলক কবে নাগাদ হবে সেই বিষয়টিও অনিশ্চি। এছাড়াও গত নারায়ণগঞ্জ কর্পোরেশন নির্বাচনে মহানগর ছাত্রলীগ ও মহানগর স্বেচ্ছা সেবক লীগের কমিটি বিলুপ্ত করা হলেও এখনো নতুন কমিটি গঠনে তেমন কোন উদ্যোগ নেই। যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, কৃষকলীগসহ নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সহযোগী প্রতিটি সংগঠন এখন মেয়াদহীন কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। এতে করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না।

সূত্র বলছে, মেয়াদ উর্ত্তীণ কমিটি দিয়েই চলছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের রাজনীতি। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগসহ সহযোগী প্রতিটি সংগঠনের মেয়াদ উর্ত্তীণ হলেও নতুন কমিটি গঠনে শীর্ষ নেতাদের অনীহা। গত ২৩ অক্টোবর জেলা আওয়ামীলীগের সম্মেলনের পর নেতাকর্মীরা রাজনীতিতে কিছুটা উজ্জীবিত হলেও মহানগর কমিটির সম্মেলন না হওয়ায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত ২৫ অক্টোবর মহানগর আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রকৃতিক দূর্যোগের কারণে তা স্থগিত করা হয়েছিল। এরপরই সম্মেলনে বাধা হয়ে দাঁড়িয়েছেন শীর্ষ নেতারা।

মহানগরের আওতাধীন ২৭ ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন করে সাজাতে পারেনি। জেলা ও মহানগর আওয়ামীলীগ ছাড়াও যুবলীগের কমিটির মেয়াদ নেই। জেলা যুবলীগের প্রায় সব নেতাই মূল দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আর শহর যুবলীগের কমিটি এখনো মহানগর যুবলীগে রূপ নিতে পারেনি। যুবমহিলা লীগের পাল্টাপাল্টি দুটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরের কমিটিকে বৈধতা দিয়েছিল কেন্দ্র। কিন্তু কয়েক কয়েক বছরেও আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ হয়নি। কৃষকলীগের কমিটি নামে থাকলেও নেতারা লাপাত্তা। তাও আবার আহবায়ক কমিটি।

জানাগেছে, শীর্ষ নেতারা রাজনীতির মাঠে ‘খেলা হবে খেলা হবে’ ডায়লগ দিলেও নারায়ণগঞ্জে রাজনীতির মাঠে প্রতিযোগীতায় নেই ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। বছরের শেষ দিকে যখন রাজপথে বিএনপির নেতারা শক্তির জানান দিতে বিশাল বিশাল শো-ডাউন করছে তখন দলীয় কোন্দল নিয়ে ব্যস্ত নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতারা। অথচ দল ক্ষমতায় থাকার পরও দিন দিন ছোট হচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মঙ্গলবার জেলা বিএনপির আহবায়ক কমিটি দেয়া হয়েছে। এর আগে মহানগর বিএনপির আহবায়ক কমিটি দেয়া হয়েছিল। বিএনপির মত আওয়ামীলীগের কমিটিও পুনর্গঠন করা হলে রাজপথে নেতাকর্মীরা সক্রিয় হবেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে দ্রুত মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন জরুরী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ