তৃণমূলের পছন্দে রাজিব, দিপু ভূইয়ার প্রেসক্রিপশনে খোকন

নারায়য়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি নিয়ে চলছে ভানুমতির খেল। ব্যর্থ এ্ই কমিটি ভেঙ্গে দিয়ে একটি গতিশীল কমিটি তৈরীর প্রকৃয়া চলমান। এ প্রকৃয়ায় সভাপতি হিসেবে প্রথম পছন্দ সাবেক এমপি মো: গিয়াসউদ্দিন তবে সাধারণ সম্পাদক পদের জন্যে পছন্দের তালিকায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাসুকুল ইসলাম রাজিব এবং জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন। বিগত সময়ে রাজপথে ঝড় তোলা রাজিবকে গিয়াসউদ্দিনের সাথে দেয়া হলে আন্দোলন সংগ্রাম আরো চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করছে তৃণমূল। তবে রূপগঞ্জের শিল্পপতি নেতা দিপু ভূইয়া মরিয়া হয়ে চেষ্টা করছেন করছেন গোলাম পারুক খোকনকে জেজলা বিএনপির সাধারণ সম্পাদক বানাতে। এখন দেখার বিষয় তৃণমূলের পছন্দকে মূল্যায়ন করা হয় নাকি শিল্পপতির প্রেসক্রিপশন।

সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব নিয়ে গুঞ্জণ শুরু হয়েছে সর্বত্র। চারিদিক থেকে নানা জনের নাম উঠে আসছে সভাপতি সেক্রেটারী হিসেবে। নারায়ণগঞ্জের তরুণ উদীয়মান নতুন প্রজন্মের বিএনপি নেতাকর্মীদের পছন্দে উঠে এসেছে সাবেক ছাত্র নেতা ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাশুকুল ইসলাম রাজিবের নাম। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে মাশুক রাজিবের পক্ষে নেতাকর্মীরা আওয়াজ তুলতে শুরু করেছেন। বর্তমান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে বুড়োদের ঝেড়ে ফেলে রাজিবের মতো সাহসী নেতার হাতে দায়িত্ব তুলে দেবার আহবান তাদের।

জানা যায়,নারায়ণগঞ্জে ছাত্র নেতা হিসেবে তুখোড় জনপ্রিয় মাসুকুল ইসলাম রাজিব। নারায়ণগঞ্জের রাজনীতিবীদ তৈরীর সুতিকাগার সরকারী তোলারাম কলেঝের ভিপি থাকায় রাজিবের রয়েছে এক বিশাল কর্মীবাহিনী। অনেকের কাছে নারায়ণগঞ্জে ছাত্রদলের সোনালী অধ্যায়ের নাম মাশুকুল ইসলাম রাজিব। ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আন্তরিকভাবে মিশে গিয়েছিলেন রাজিব, তাদের বিপদ আপদে ঝাঁপিয়ে পরেছেন। বর্তমানেও সেই ধারা অব্যহত রেখে চলেছেন যার ফলে তরুণ প্রজন্মের কাছে আইকনে পরিনত হয়েছেন মাশুকুল ইসলাম রাজিব ওরফে ভিপি রাজিব।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি পূণর্গঠনের খবরে সরব হয়ে উঠেছেন রাজিব ভক্তরা। নতুন কমিটিতে মাশুকুল ইসলাম রাজিবকে সাধারণ সম্পাদক করার দাবী জানাচ্ছেন তারা বিভিন্নভাবে। বর্তমান কমিটির সিনিয়র নেতাদের দিনের পর দিন ব্যর্থতা, স্বজনপ্রিতি আর লোক দেখানো ফটোসেশনের অবসান ঘটিয়ে রাজপথে ঝড় তুলতে রাজিবের বিকল্প দেখছেন না তরুণ প্রজন্মের জিয়ার সৈনিকরা। তাই তারা বুড়ো অচল নেতাদের বাদ দিয়ে রাজিবের নেতৃত্বে আগামী দিনে নারায়ণগঞ্জের রাজপথে ঝাঁপিয়ে পরার প্রস্তুতি নিচ্ছে তারা। বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন প্রজন্মের এই দাবীটি তুলে ধরছেন এবং নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। রাজিবের মতো সাহসী নেতার হাতে দায়িত্ব তুলে দিলে নেতাকর্মীরা সব রাজপথে ছুটে আসবে এবং নারায়ণগঞ্জ থেকেই খালেদা জিয়ার মুক্তির এক দফা আন্দোলনের সূচনা হবে বলে বিশ্বাস তৃণমূলের।

অপরদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক গোলাম ফারুক খোকন কখনোই রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন না। রূপগঞ্জের একে প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে সরকারী দলের সাথে লিয়াজো করেই চলতেন। ফলে তার বিরুদ্ধে নেই তেমন কোনো রাজনৈতিক মামলা। জেলা যুবদলের সেক্রেটারী হওয়ার পরেও তাকে রাজপথে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। মাঝে মধ্যে দুএকটা কর্মসূচিতে উপস্থিত হতেন খোকন। গত ১৫ বছর বিএনপি ক্ষমতার বাইরে। এসময় রাজপথে আন্দোলন সংগ্রামে খুব একটা দেখা মিলেনি গোলাম ফারুক খোকনের। রূপগঞ্জ বিএনপি’র এক সিনিয়র নেতার সুপারিশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হয়েছিলেন খোকন। সেই নেতার আশীর্বাদেই এখন আহ্বায়ক হয়েছেন তিনি। অথচ কমিটি পাওয়ার পরেও যুবদলের কর্মসূচিগুলোতে তিনি থেকেছেন অনুপস্থিত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন দেশব্যাপী নেতাকর্মীদের নামে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের হয়েছে, তখনো গোলাম ফারুক খোকনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। গোলাম ফারুক খোকনই সম্ভবত একমাত্র বিএনপি নেতা যাকে আদালতে হাজিরা দিতে হয়না। সরকারি দলের সাথে গোঁপন লিয়াজো রক্ষা করে চলেন বলেই এটা সম্ভব হয়েছে, এমনটাই মনে করেন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। দিনের-পর-দিন নিষ্ক্রিয় থেকেও যুবদলের কমিটিতে আহ্বায়ক এখন গোলাম ফারুক খোকন- যা নেতা-কর্মীদেরকে হতাশ করেছে। তাদের সেই হতাশা আরো দীর্ঘ হতে পারে যদি খোকনকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ