খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে না:গঞ্জ জেলা বিএনপির দোয়া

নারায়ণগঞ্জ মেইল : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ আগস্ট)  বিকেলে চিটাগাং রোডস্থ গ্ৰীন গার্ডেন রেস্টুরেন্টে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এবং দেশব্যাপী বিএনপির চলমান গনতান্ত্রিক আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও আহতদের  সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, সদস্য সচিব নজরুল ইসলাম, আশরাফুল আলম রিপন, শাহ্ আলম হিরা, রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ