ঝিমিয়ে পরেছে না:গঞ্জ আ:লীগ, চাঙ্গা বিএনপি

নারায়ণগঞ্জ মেইল: বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জের রাজপথে সরব রয়েছে বিএনপি। গত কয়েক মাস ধরেই শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সভা সমাবেশ কওে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা বিক্ষোভ মিছিল হয়েছে বিএনপির নেতাকর্মীরা।

এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলোও পুনর্গঠন করা হচ্ছে। মূলত দ্বাদশ জাতয়ি সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনায় দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে কাজ করছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

রাজনীতির মাঠে নারায়ণগঞ্জ বিএনপি যখন সরব তখন অনেকটা নিশ্চুপ রয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ নেতারা। দল ক্ষমতায় থাকার পরও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে ভাটা পড়েছে। জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হলেও কমিটি পুনর্গঠনে কোন উদ্যোগ নেই নেতাদের মধ্যে। সহযোগী সংগঠনগুলোরও বেহাল দশা। তবে রাজনীতির মাঠে নীরব থাকলেও ক্ষমতাসীন দলের নেতারা নিজেদের ভাগ্যের পরিবর্তনে ব্যস্ত রয়েছেন। অধিকাংশ নেতা এতে সফলও হয়েছেন। এছাড়াও নারায়ণগঞ্জে আওয়ামীলীগের প্রতিপক্ষ এখন আওয়ামীলীগের নেতারাই। এতে করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পরিবর্ততে নিজ বলয়কে শক্তিশালী করতে ব্যস্ত রয়েছেন স্থানীয়আওয়ামীলীগের শীর্ষ নেতারা।

ক্ষমতাসীনরা যখন দলীয় কোন্দল নিয়ে ব্যস্ত তখন রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বিএনপির নেতারা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজপথে নিজেদের অবস্থান ফিওে পেতে স্থানীয় বিএনপির নেতারা রাজনীতিতে সরব হয়েছেন। দীর্ঘদিন রাজনীতির মাঠে নিশ্চুপ ছিলেন এমন নেতারাও জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকীর পর থেকে নারায়ণগঞ্জের রাজপথে সরব থাকতে দেখা গেছে বিএনপিকে।

নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ এক নেতা নাম না প্রকাশের শর্তে জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ বিএনপির নেতারা রাজপথে চাঙ্গা হয়েছে। শীর্ষ নেতাদের পাশাপামি মাঠ পর্যায়ের নেতাদের চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচী পালিন করা হচ্ছে।
মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের বিষয় জানতে স্থানীয় আওয়ামীলীগের একাধিক নেতার সাথে কথা বললে তারা জানান, কেন্দ্রীয় নির্দেশনা আসলে মেয়াদ উর্ত্তীণ কমিটি পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করা হবে। আপাতত কেন্দ্র থেকে তেমন কোন নির্দেশনা আসেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ