সামর্থবানরা বন্যার্তদের পাশে দাড়ান: শামীম ওসমান

নারায়ণগঞ্জ মেইল: সিলেট সুনামগঞ্জসহ সারাদেশের বন্যা দূর্গত অসহায় মানুষের পপাশে দাড়াতে সমাজের সকল বিত্তবানদের আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার (২১ জুন) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শ্রমজীবী মানুষের মাঝে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টি শার্ট বিতরণ করার সময় এ আহবান জানান তিনি।

এ সময় সাংসদ শামীম ওসমান বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাংলাদেশ কারও পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ায় না। বাংলাদেশ নিজের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদের সবার কাছে শেখ হাসিনার জন্য দোয়া চাই।

শামীম ওসমান বলেন, আপনাদের সবাইকে মেসেজ দিতে চাই আমরা যারা মোটামুটি সচ্ছল, আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যাদের বন্যায় সবকিছু চলে গেছে, আপনারা যাদের সামর্থ্য আছে, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই।

তিনি বলেন, পদ্মা সেতু আমাদের গৌরব। এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিজয়।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, আমরা একটা বড় অর্জনের দিকে যাচ্ছি। এ আনন্দ শুধু আমার না। সাধারণ খেটে খাওয়া মানুষ যেন এ আনন্দ উপভোগ করতে পারে এবং প্রধানমন্ত্রীর অর্জন সম্পর্কে জানতে পারে সেজন্য সাধারণ মানুষের মধ্যে পদ্মা সেতুর ছবি সংবলিত টি শার্ট বিতরণ করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ