নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ জুন ) দুপুর দুইটায় শহরের জামতলাস্থ হীরা ড্রাগন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের একটি ঐক্যবদ্ধ ও সু- সংগঠিত এবং শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দ মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বিভিন্ন দীক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সাবেক আহ্বায়ক শাহ্ জামাল খোকনের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আবু সুফিয়ান লেলিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মো. আবুল হোসেন, প্রধান বক্তা বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. শামীমা আক্তার খানম এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান শিপন। সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগ নেতা বাবুল দেওয়ান, আব্দুস সালাম খন্দকার সেলিম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগ নেতা হাজী সেলিম, মো. জাকির হোসেন, আবুল হোসেন, জুলকার নাইন, মো. জসিম উদ্দিন মো. লিটনসহ মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ