খোকনের বাড়িতে সন্ত্রাসী হামলায় অ্যাড. সাখাওয়াতের নিন্দা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের রূপগঞ্জের মুড়াপাড়াস্থ বাসভবনে সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। রবিবার (২২ মে) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা হিতাহিত জ্ঞানশুন্য হয়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপির ওপর হামলা চালাচ্ছে। প্রথমে রূপগঞ্জে বিএনপির সম্মেলন পন্ড করে দেয়া হয়েছে হামলা করে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী এ হামলার সঙ্গে জড়িত। এরপর হামলা করা হয়েছে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের বাসভবনে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র পক্ষ থেকে এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ