নারায়ণগঞ্জ মেইল: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।
বৃহষ্পতিবার (১৭ মার্চ) সকালে নগরীর কালির বাজার পুরান কোর্ট সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, পূজা পরিষদ নেতা সুশীল দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা পরিষদ নেতা কৃষ্ণ আচার্য্য, সুজন বিশ্বাস প্রমুখ।
এদিন সন্ধ্যায় নগরীর দরিদ্র ভান্ডার কালী মন্দির প্রাঙ্গণে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা, প্রার্থনা সভা, প্রদীপ প্রজ্জলন ও আলোর মিছিলের আয়োজন করা হয়।
এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজারের বিভিন্ন মন্দির ও উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত হয়।