নারায়ণগঞ্জ বারের রিমোট কন্ট্রোল এখন আইনজীবীদের হাতে নেই: এডভোকেট সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের নিয়ন্ত্রণ করা হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে। আর সেই রিমোট কন্ট্রোল থাকে আদালতের বাইরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে। তাই তাদেরকে ভোট দিলে নারায়ণগঞ্জ বারের নিয়ন্ত্রণ চলে যাবে আদালতের বাইরে। আর যদি বিএনপি সমর্থিত রতন আনোয়ার প্যানেলে ভোট দেন তাহলে বারের নিয়ন্ত্রণ থাকবে নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীদের হাতে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি রিমোট কন্ট্রোল বাইরে পাঠিয়ে দেবেন নাকি আইনজীবীদের নিয়ন্ত্রণ আইনজীবী হাতে রাখবেন। তাই আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আগামী ১৮ জানুয়ারি আপনারা আমাদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা আইনজীবীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ করছি।

আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত এডভোকেট মনিরুল ইসলাম চৌধুরী রতন এবং অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হিমালয় কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন, এডভোকেট আব্দুল বাতেন, এডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট মশিউর রহমান শাহীন, রাকিবুল ইসলাম শিমুল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ আইনজীবী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, এডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট এম সুমন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন ভূঁইয়া সবুজ এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

বিএনপি প্যানেলের সদস্যরা হলেন সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম চৌধুরী রতন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা খাতুন লিজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, কোষাধক্ষ্য এডভোকেট মোঃ গোলজার হোসেন, আপ্যায়ন সম্পাদক এডভোকেট মোঃ শাহ আলম শামীম, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা আক্তার, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মাহমুদ মিয়া, কার্যকরী সদস্য এডভোকেট মোঃ ফাইজুর রহমান বাবলু, এডভোকেট নয়ন ঢালী, এডভোকেট ফাতেমা, অ্যাডভোকেট নুরুল কাদির শোহাগ ও অ্যাডভোকেট ফারুক মিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ