রাজনীতি ছাড়লেন যুবদল নেতা পারভেজ মল্লিক

সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক পারিবারিক সিদ্ধান্তের কারনে বিশেষ করে তার পিতার আদেশে জেলা যুবদলের সহ-সভাপতি পদসহ বিএনপির সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার ( ৪ নভেম্বর ) দুপুরে শহরের দেওভোগস্থ পারভেজ মল্লিকের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন মাধ্যমে নোটারি পাবলিক এপিট ওপিট করে এ পদত্যাগ করেন তিনি। এসময় পারভেজ মল্লিকের বড় ভাই পাভেল মল্লিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পারভেজ মল্লিক বলেন, গত ৩১শে অক্টোবর আড়াইহাজারে একটি বিএনপির অনুষ্ঠানে আমি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক বক্তব্য দিয়েছি। যা প্রকৃতপক্ষে আমার ঠিক হয়নি। আমাকে এই বক্তব্য দেওয়ার জন্য স্থানীয় বিএনপির একটি পক্ষ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাধ্য করেছে। আমি যেন নজরুল ইসলাম আজাদ ভাইকে নিয়ে এধরনের মন্তব্য করি। নজরুল ইসলাম আজাদ ভাই আড়াইহাজারের তথা নারায়ণগঞ্জের মাটিও মানুষের নেতা। নারায়ণগঞ্জ বিএনপির একজন অভিভাবক। তিনি হলেন একজন কেন্দ্রীয় নেতা। উনার সম্মান অনেক বেশি। আমার মতন একজন ক্ষুদ্র কর্মী উনার মতন একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে এধরনের মন্তব্য করা ঠিক হয়নি। তিনি বলেন, আমি আজাদ ভাই ও আড়াইহাজারবাসীর কাছেও ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে আমি বিএনপি বা আওয়ামী লীগের কোনো দলের রাজনীতিতে আর সক্রিয় হবো না। কোন চাপে নয়, শুধু বাবা মায়ের ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমার এই কটুক্তি মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায় দেখার পরে আমার পরিবারের দৃষ্টিকটু হয়েছে।
পরবর্তীতে আমার জম্মদাতা বাবা বলেছে তোমার এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। মানি লোককে সম্মান দিতে শিখতে হবে। মানুষকে সম্মান না দিতে পারলে রাজনীতি করার দরকার নাই। আমি চাইনা তুমি রাজনীতি করো। রাজনীতি করতে গিয়ে আমি আমার ছোট ভাইকে হারিয়েছি। আমি চাইনা তোমাকে হারাতে। তাই তুমি সব ধরনের রাজনীতি থেকে সরে দাড়াও তাহলে আমি মৃত্যুর পরও শান্তি পাবো তুমি আমাকে কথা দাও।
আমি আমার বাবার অনুগত এবং পরিবারের ইচ্ছাতেই সব ধরনের রাজনীতি থেকে নোটারী পাবলিকের মাধ্যমে অব্যাহতি নিচ্ছি। আমি আজাদ ভাই ও আড়াইহাজারবাসীর কাছেও ক্ষমা চাচ্ছি।
ভবিষ্যতে আমি বিএনপি বা আওয়ামী লীগের কোনো দলের রাজনীতিতে আর সক্রিয় হবো না। কোন চাপে নয়, শুধু বাবা মায়ের ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর আড়াইহাজারে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক প্রয়াত বদরুজ্জামান খসরু পুত্র আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের এক অনুষ্ঠানে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে নিয়ে অশালীন মন্তব্য করেন এ পারভেজ মল্লিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ