ঋষিকেশ মন্ডল মিঠুর জন্মদিনে জাকির খানের পক্ষে শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠুর জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার ( ১০ জানুয়ারি ) মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা। এছাড়াও দিনব্যাপী বন্দরের বিভিন্ন স্থানে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় হৃষিকেশ মন্ডল মিঠু বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের আমলে দেশের অসহায় মানুষের ভাত ও ভোটের কোন অধিকার নাই। সাধারণ মানুষ নিদারুণ কষ্টে জীবন যাপন করছে, তাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই। এই শীতে তারা সীমাহীন দুর্ভোগে জীবন যাপন করছে। দেশের সকল সম্পদ আওয়ামী লীগের নেতারা লুটেপুটে খাচ্ছে। তাই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন জাকির খানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার দীপ্ত শপথ নিয়েছি। সেই সাথে গরীব অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছি। এরই অংশ হিসেবে দিনব্যাপী বন্দরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছি এবং মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল, বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে ঘুমিয়ে থাকা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক লিংকন খান, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজিব, যুগ্ম আহ্বায়ক এড. রাজিব মন্ডল, শাহিন আহমেদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব লিংরাজ খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম আহমেদ বাবু,বন্দর থানা মৎস্যজীবী দলনেতা সাখাওয়াত হোসেন পিংকি,মো. সোহেল, অয়ন চৌধুরী সঞ্জয়, মো. সাগর মিয়া, মো. সেন্টু প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ