সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আজমেরী ওসমানের নেতৃত্বে বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নির্দেশনায় বিশাল মিছিল নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগদান করেছে নেতাকর্মীরা।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয় উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ‌ থে‌কে আজ‌মেরী ওসমা‌নের নির্দেশনায় ৪০‌টি হা‌য়েস গা‌ড়ি ও ১০ টি প্রাইভেট গা‌ড়ি‌তে ক‌রে আওয়ামীলীগ নেতা কাজী আমীর, নাসিরউদ্দিন, যুব নেতা আকতার নূর, মনির হোসেন, খায়রুদ্দীন মোল্লা, শ্রমিক নেতা রহমত উল্লাহ, রেজা হোসেন, সেন্টু রহমান, সুমন, ইফতি ও শত শত নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ‌্যা‌নের সমা‌বেশস্থ‌লের উদ্দে‌শ্যে রওয়ানা হন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হন এবং সেখান থেকে বিজয় মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ