খোকন সাহার টার্গেট জেলা পরিষদ!

নারায়ণগঞ্জ মেইল: গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। ঐ নির্বাচনের আগে মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে বিষোদগার করাসহ নাসিকের প্রথম নির্বাচনে বিএনপির নেতাদের সাথে মেয়র আইভী আতাঁত করেছিল বলেও আনোয়ার হোসেন বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনের দুই মাস আগে সাংসদ শামীম ওসমানের আয়োজনে বিশাল জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন আনোয়ার হোসেন। কিন্তু শেষ পর্যন্ত মেয়র আইভীই দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে মাঠে টিকে থাকার কারণে মেয়র হতে না পারলেও বিনা প্রতিদ্বন্দিতায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন।

ঠিক তেমন ভাবে এবারও নাসিক নির্বাচনের আগে মাঠে নেমেছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। বিভিন্ন অনুষ্ঠানে মেয়র আইভীর বিরুদ্ধে বিষোদগারও করছেন। তাহলে কি আগামীতে নাসিক নির্বাচনের পর জেলা পরিষদের চেয়ারম্যান খোকন সাহাই হচ্ছেন এমন প্রশ্ন সাধারণ মানুষের মুখে মুখে। এরই মধ্যে খোকন সাহার বিরুদ্ধে আইসিটি আইনে মামলাও করেছেন মেয়র সেলিনা হায়াত আইভী। সম্প্রতি বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশ, ঢাকায় স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগটি দায়ের করা হয়েছিল। মেয়রের অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় ‘হিন্দু লাইভস মেটার’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনাকারী কানাডা প্রবাসী প্রদীপ দাসকে ১ নং আসামী করা হয়েছে। আর খোকন সাহাকে করা হয়েছে দ্বিতীয় আসামী। মূলত শহরের জিউস পুকুর দখলকে ইস্যুতে খোকন সাহার দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়েছিল। ঐ মামলার পর বেশ আলোচনায় রয়েছেন খোকন সাহা। মামলা দায়েরের পরও চুপ থাকেননি তিনি। বরং রাজনীতির মাঠে আরো সরব হয়েছেন।

জানা গেছে, চলতি বছরের শেষের দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর নাসিক নির্বাচনের পরই জেলা পরিষদের নির্বাচন। আর নাসিক নির্বাচনের মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়টি লুকিয়ে রয়েছে বলে সাধারণ মানুষের অভিমত। যদিও নাসিক নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ছে। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী। পাড়া-মহল্লায় উন্নয়ণ কাজ পরিদর্শনে ছুটছেন তিনি। পাশাপাশি বিভিন্ন নতুন প্রকল্প বাস্তবায়নেও কাজ করছেন মেয়র আইভী। মেয়রের পাশাপাশি আগামীতে মেয়র পদে নির্বাচনে মাঠে নেমেছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। যদিও অনেকে বলছেন মেয়র পদের টার্গেট করে জেলা পরিষদ নির্বাচনের সুযোগে রয়েছেন খোকন সাহা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ