নারায়ণগঞ্জ মেইল: প্যারাডাইস কেবলস লিমিটেড এর শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান এমপি বলেন, আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অনুরোধ রাখছি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক। গত একটি বছর ধরে তাদের ৪ ভাইয়ের নিজেদের মধ্যে বিরোধের কারনে শ্রমিক কর্মচারী সহ প্রায় ৫০০ মানুষকে হয়রানী করা হচ্ছে।
শ্রম মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে ২ জুলাই তারা লিখিত আকারে পাওনা পরিশোধের বিষয়টি অঙ্গিকার করেছিলো। কিন্তু আজকে তারা পাওনা পরিশোধ করেনি। এতে করে নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আজকে শ্রমিকেরা আশায় বুক বেধে ছিলা। রাস্ট্রকে কথা দেওয়ার পরও তারা শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। অথচ গুঞ্জন রয়েছে তাদের কোন ভাইয়েরা শুধু দেশেই নয় বিদেশেও বিশাল সম্পদের পাহার গড়েছে। আবার ব্যাংক থেকে বিশাল অংকের লোন নিয়ে তারা কারখানা বন্ধ রেখে ব্যাংকের টাকা আত্মসাত করছে বলেও জানা গেছে। লিখিতভাবে শ্রমপ্রতিমন্ত্রীকে অঙ্গিকার করেও তারা তা রক্ষা করেনি। এতে করে তারা রাষ্ট্রকেও অসম্মান করেছে বলে আমি মনে করি এবং বিষয়টি ব্যবসায়ী সমাজ কখনোই মেনে নিবেন না। সুতরাং তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করে ঈদের পূর্বে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে যথাযথ পদক্ষেপ প্রশসানের পক্ষ থেকে নেওয়া আবশ্যক বলে আমি মনে করি।
পাশাপাশি শ্রমিকদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা আপনাদের ন্যায পাওনা পরিশোধের বিষয়ে আপনাদের পাশে আছি থাকবো। কিন্তু আপনার রাস্তায় নেমে বিশৃঙ্খলা করবেননা। চারিদিকে করোনা ভাইরাসের প্রার্দুভাব আপনারা নিজেদের নিরাপদ রাখুন।
এ বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আমি ডিসি এসপি এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহল ও শ্রমিক নেতৃবৃন্দ সকলের সহযোগীতা চাই।