বছরের প্রথম দিনে চাইল্ড কেয়ার স্কুলে বই বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাইল্ড কেয়ার স্কুল। শনিবার (১ জানুয়ারি) শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে নতুন বছরের সূচনা করেন স্কুলের পরিচালকবৃন্দ এবং শিক্ষক মহোদয়গণ।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক, পরিচালক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জাহিদ হোসেনসহ অনেকেই।

বছরের প্রথম দিন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী এবং অভিভাবকরা। করোনা মহামারীর প্রাদুর্ভাব কাটিয়ে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন উদ্যমে শিক্ষাজীবন শুরু করতে পারবে বলে আশাবাদ সকলের।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ