নারায়ণগঞ্জ মেইল: বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি ও মদনপুর ইউয়িনের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন মোল্লা (ফুটবল প্রতীক) ও তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে অপর মেম্বার পদপ্রার্থী হোসেন মুন্সি (তালা প্রতীক) ও তার সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
এতে মেম্বার পদপ্রার্থী আক্তার হোসেন, তার ভাই মোল্লা জহিরুল হক, কাবিল হোসেন, ভাতিজা শরীফ হোসেন মোল্লা সহ ৮/১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মেম্বার প্রার্থী আক্তার হোসেন মোল্লা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে, মোল্লা জহিরুল হক, কাবিল হোসেন, ভাতিজা শরীফ হোসেন মোল্লাসহ ৪ জন নারায়নগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে মেম্বার পদপ্রার্থী হোসেন মুন্সি, আবুল কালাম, মোঃ বিল্লাল, সোহেল, রাসেল, জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, বাতেন মিয়া ও মহসীন মিয়া ছাড়াও অজ্ঞাত আরো ৮/১০ জনকে বিবাদী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন মেম্বার পদপ্রার্থী আহত আক্তার হোসেনের স্ত্রী ফারজানা খানম লীমা।
স্থানীয় সূত্রে জানাগেছে, তালা প্রতীকের প্রার্থী হোসেন মুন্সি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আর আহত আক্তার হোসেন মোল্লা সাবেক ছাত্রলীগ নেতা। তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আক্তার হোসেন মোল্লা চালিয়ে নিজের শক্তির জানান দেয়ার চেষ্টা করছেন বিএনপির ক্যাডার হোসেন মুন্সি।