প্যানেল মেয়র বিভার স্বামী হাসান আহমেদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের আন্দোলনে উস্কানি, সহিংসতা ও সাম্প্রতিক সাম্প্রদায়িক নানা ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমেদকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)। গ্রেফতার বিএনপি নেতা হাসান আহমেদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বিভা হাসানের স্বামী।

শনিবার (২৩ অক্টোবর) জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এ তথ্য জানিয়েছেন।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, হাসান আহমেদকে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসপি জায়েদুল আলম জানান, হেফাজত কাণ্ড থেকে শুরু করে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সূত্র: বাংলা নিউজ

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ