নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন আড়াইহাজার উপজেলা যুবদলের পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সাক্ষরিত এই কমিটির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জহিরুল ইসলাম জহিরকে আহ্বায়ক এবং ভিপি কবীরকে সদস্য সচিব করে ৩৬ সদস্যের এই কমিটি ঘোষণা হয় যেখানে ১৭ জন যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। উল্লেখ থাকে যে ইতিপূর্বে কেন্দ্রীয় যুবদলের আওতাধীন ঢাকা বিভাগীয় টিম কর্তৃক আড়াইহাজার উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষিত হয়েছিল। সেখানে ভিপি কবীরকে আহ্বায়ক এবং খোরশেদ আলমকে সদস্য সচিব করা হয়েছিল।
এই পাল্টা কমিটির বিষয়ে জানতে চাইলে না’গঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, একসময় জেলা যুবদল থেকে সরাসরি উপজেলা এবং পৌরসভার কমিটি ঘোষণা করা হতো। উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি দিতো আর ইউনিয়ন কমিটি দিতো ওয়ার্ড কমিটি। এভাবেই ছিলো চেইন অব কমান্ড কিন্তু বর্তমানে কমিটি ঘোষণার দায়িত্ব হচ্ছে বিভাগীয় টিমের। আমরা একটা প্রস্তাবিত কমিটি কেন্দ্রে জমা দেই। কেন্দ্র যেটা ভালো মনে করে সেটাই ঘোষনা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির যে কাগজটি ভাইরাল হয়েছে সেটা আমরা কেন্দ্রে জমা দিয়েছিলাম। এই কাগজ আমরা নিজেরাও কোন ফটোকপি করে রাখি নাই, একটাই কপি কেন্দ্রে জমা দিয়ে দিয়েছি। বাইরের কারো কাছে এই কমিটির কোনো কাগজ আমরা দেই নাই। যদি এই কমিটির কাগজ বাইরে এসে থাকে তার দায়-দায়িত্ব কেন্দ্রের।
যুবদল সভাপতি টিটু আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী এবং সাংগঠনিকভাবে দক্ষতার পরিচয় দিয়েছে। যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের এই সুনাম ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারাই যেকোনোভাবে কেন্দ্র থেকে এই কাগজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে আমাদেরকে বিতর্কিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।