এতিমদের জন্য ‘‘প্রবাসী কাশীপুর’’ সংগঠনের ইফতারের আয়োজন

নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লার কাশীপুরে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের জন্য ইফতারের আয়োজন করেছেন কাশীপুরের বাসীদের সমন্বয়ে গঠিত সেবামূলক সংগঠন ‘‘প্রবাসী কাশীপুর’’।

শুক্রবার কাশীপুরের মদীনাতুল উলুম মাদ্রাসা, দারুল হাদীছ একাডেমী, নুরে দরবার শরীফ মহিউচ্ছুন্নাহ হাফেজিয়া আলিয়া মাদ্রাসা, হযরত আবুজর গিফারি (রা) মাদ্রাসা হাজী শরীয়ত উল্লাহ তাহফিজ আল কুরআনুল কারীম মাদ্রাসা, আল ইসলামিয়া সুলতানুল উলুম মাদ্রাসা ও এতিমখানার এবং জামিআ কাসেমুল উলূম মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতারের এই আয়োজন করা হয়েছিল।

ইফতারের আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জিএম রাজু, সৌদি আরব প্রবাসী গুলজার হোসেইনসহ ‘‘প্রবাসী কাশীপুর ’’ সংগঠনের সদস্যবৃন্দরা।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ