না’গঞ্জে কর্মহীন দুই হাজার পরিবারের পাশে প্রিমিয়ার ব্যাংক

নারায়ণগঞ্জ মেইল: করোনা সংক্রমণ পরিস্থিতিতে লকডাউন ঘোষণার পর নারায়ণগঞ্জের নিম্ন আয়ের ২হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান ডিএমডি মো: শহিদ হাসান মল্লিক। করোনা মহামারির দুঃসময়ে নারায়ণগঞ্জের অনেক ব্যাংকেরই শাখা যখন বন্ধ রেখেছে- সেখানে স্বাস্থ্য বিধি মেনে প্রিমিয়ার ব্যাংকের শাখা খোলার পাশাপাশি করোনায় বিপন্ন অসহায় ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়ে বিরল দৃষ্টান্ত রাখলেন মো. শহিদ হাসান মল্লিক।

শহিদ হাসান মল্লিক জানান, দেশখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবালের চিন্তার ফসল এটি। তাঁর উদ্যোগ এবং নির্দেশনানুযায়ী এ কাজটি করে যাচ্ছি। তিনি মানবতার সেবায় নীরবে নিভৃতে সাধারণ মানুষের সহযোগিতা করে যাচ্ছেন এবং দেশে সব ধরনের দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। ব্যাংকের সারাদেশে ১২২টি শাখা প্রধানদের নির্দেশনা দিয়েছেন করোনায় বিপন্ন কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করার।

শহিদ হাসান মল্লিক আরো জানান, করোনা মহামারির প্রকোপ বাড়াতে গত সপ্তাহে লকডাউন শুরু হয়। এতে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে । এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ শহরের নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। পরিবারের ভরণ-পোষণ মেটানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাদেরকে আমরা প্রতিদিন খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। চলমান এই খাদ্য সহায়তা গত কয়েক দিনে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ, বন্দর, শিবু মার্কেট, সাইনবোর্ড, সানারপাড়, আদমজী ইপিজেড, চৌধুরীবাড়ী ও বিসিকে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চলমান খাদ্য সহায়তা চলমান থাকবে বলে জানান শহিদ হাসান মল্লিক ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ