দিনে দিনে জৌলুস হারাচ্ছে আইনজীবী সমিতির নির্বাচন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোটগ্রহন। তবে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে আদালতপাড়ার বিএনপি পন্থী আইনজীবীরা। স্বল্প সময়ে এজিএম শেষ করে ফেলা এবং নির্বাচনের জন্যে গঠিত নির্বাচন কমিশন নিয়ে ঘোর আপত্তি ছিলো তাদের। পরিস্থিতি বিবেচনায় এবারেও গত বছরের পুনরাবৃত্তির আশংকা করছেন সংশ্লিষ্ট অনেকে। আর এর ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ক্রমেই জৌলুস হারাচ্ছে বলে অভিমত তাদের।

সূত্রে প্রকাশ, সারা দেশের সকল বারের মধ্যে নারায়ণগঞ্জ বার একটি বিশেষ স্থান অধিকার করে আছে সুদীর্ঘকাল যাবত। নারায়ণগঞ্জ বারের নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যেতো কয়েক মাস পূর্ব থেকেই। যে দলইা ক্ষমতায় থাকুক না কেনো নির্বাচনে লড়াই হতো হাড্ডাহাড্ডি। প্রতিটি পদেই তাই নির্বাচনের জন্যে একাধীক প্রার্থীর সমাগম ঘটতো। আওয়ামূীলীগ এবং বিএনপিকে দুটি প্যানেল গড়তে তাই হিমশমি খেতে হতো। এজিএম এর দিন নির্ধারণ হওয়ার পর থেকেই শুরু যেতো নির্বাচনের কাউন্টডাউন। সম্ভাব্য প্রার্থীরা শুরু করে দিতো তাদের প্রচার প্রচারনা। আইনজীবীদের টেবিলে টেবিলে জমে উঠতো নির্বাচন কেন্দ্রীক মুখরোচক আলোচনা। আর নির্বাচনের তফসিল ঘোষনার পর আইনজীবীদের ভোট আদায়ের জন্যে দিন রাত এক করে ফেলতেন প্রার্থীরা। নির্বাচনে আওয়ামীলীগ এবং বিএনপি উভয় দলেরই প্রায় সমান সমান আধিপত্য বিরাজ করতো, ফলাফলেও থাকতো সামঞ্জস্য।

কিন্তু কালের বিবর্তনে সেসবই আজ আতীত বলে মনে করেন আদালত সংশ্লিষ্টরা। গত কয়েক বছরে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে একটি দলের একক আধিপত্য পরিলক্ষিত হচ্ছে। দু বছর আগে ১৭টি পদের মধ্যে আওয়ামীলীগ ১৬টি পদে বিজয়ী হয়। একটি মাত্র সদস্য পদে জয়লাভ করেন বিএনপি প্রার্থী। আর গত বছরতো শেষ মুহুর্তে নির্বাচন থেকেই সরে যায় বিএনপি আর ১৭টি পদেই বিজয় অর্জন করে সরকারী দলের প্রার্থীরা। এক সময়ে একটি পদে বিএনপির একাধীক প্রার্থী প্রতিদ্বন্দিতা করতে চাইলেও গত কয়েক বছরে বিএনপি ১৭টি পদের জন্যে প্রার্থীই খুঁজে পায়নি। সিনিয়র নেতাদের দেখা গেছে অনেককে ডেকে ডেকে জোর করে প্রার্থী বানাতে। সিনিয়রের কথায় অনেক আইনজীবী অনিচ্ছা সত্বেও প্রার্থী হয়েছেন- এমনটাও পরিলক্ষিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে নিজেদের মধ্যে মারামারিও করেছেন অনেক বিএনপির আইনজীবী অথচ এখন নির্বাচনে প্রার্থী হওয়ার কথা শুনলেই পিছিয়ে য্য়া তারা। নির্বাচনে আওয়ামীলীগের একচ্ছত্র আধিপত্য দিনকে দিন বিএনপিকে নির্বাচন থেকে বিমুখ করে তুলছে আর এর ফলে জমজমাট জেলা আইনজীবী সমিুিতর নির্বাচন আগের সেই জৌলুস হারিয়ে ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে বলে আদালত সংশ্লিষ্টদের অভিমত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ