আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে কুংতন অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার সাড়ে ছয় হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

শনিবার (৯ জানুয়ারি) সকাল থেকে দফায় দফায় সিদ্ধিরগঞ্জের আদমজী-চিটাগং রোড অবরোধ করে বিক্ষোভ শ্রমিকরা প্রদর্শন করেন। পুলিশ দুই দফা লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলতরত শ্রমিকরা সড়কের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী। বেলা সোয়া ২ টার দিকে অতিরিক্ত পুলিশ ও ইপিজেডের নিরাপত্তা কর্মীরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি প্রাইভেটকার ভাঙচুর করে। এ সময় পিটিয়ে আহত করা হয় চালক নুর ইসলামকে।

আন্দোলত শ্রমিকরা জানান, তাদের চার মাস ১০ দিনের বেতন বকেয়া পড়েছে। এ ছাড়া আরোও অন্যান্য পাওনা রয়েছে। কিন্তু মালিক তাদের কোনো বকেয়াই পরিশোধ করছেন না। তারা বাড়ি ভাড়া দিতে ব্যর্থ হয়ে খাদ্য সংকটের মধ্যে পড়ে অমানবিক দিন কাটাচ্ছে। ফলে নিরুপায় হয়ে তাদের সড়কে নামতে হয়েছে।

শ্রমিকরা আরও জানান, সকাল থেকে শন্তিপূর্ণ আন্দোলন চললেও ইপিজেডের আনসাররা তাদের লাঠি পেটা করে। এতে অনেক শ্রমিক আহত হন। এ ঘটনার পর শ্রমিকরা আদমজী ইপিজেডের রেমি ফ্যাক্টরির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা আরও জানান, গত বছরের ১০ আগস্ট হঠাৎ দুই দিনের ছুটি ঘোষণা করে ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়। সেই বন্ধ পরবর্তী সময়ে ক্রমেই বৃদ্ধি পেতে পেতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ হওয়ার পরও শ্রমিকদের তিন থেকে চার হাজার টাকা করে বেতন পরিশোধ করে আসছিল। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও গার্মেন্ট কর্তৃপক্ষ বেতন দেয়নি।

ওইদিন বেলা ২টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর এসপি আইনুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরিফ শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, মালিকপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। তারা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দিবে।

কিন্তু মালিক পক্ষ থেকে সাড়া না পাওয়ায় শনিবার (৯ জানুয়ারি) সকালে আদমজী ইপিজেডের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। বেলা ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যৌথভাবে অ্যাকশনে যায়। তারা লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি।

এদিকে ছত্রভঙ্গ হয়ে শ্রমিকরা রেমি ফ্যাক্টরির সামনে সড়কে আগুন জ্বালিয়ে পুনরায় বিক্ষোভ করে। পরে পুলিশ সেখান থেকে শ্রমিকদের ধাওয়া দেয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। প্রতিবাদে শ্রমিকরা রেমি ফ্যাক্টরির সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশ ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় আন্দোলনরত শ্রমিকদের। বর্তমানে পুরো ইপিজেড সড়কের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, বেপজা ও শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। কারখানা কর্তৃপক্ষ বলেছে, ১৮ জানুয়ারি ১ মাসের বেতন পরিশোধ করবে। কিন্তু শ্রমিকদের কেউ কেউ মানছেন না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ