সিদ্ধিরগঞ্জের আরো দুই মামলায় গ্রেপ্তার আইভী

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে সাবেক মেয়র আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরী এ আদেশ দেন।


নারায়গঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার দুটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর আগে সিদ্ধিরগঞ্জ থানার গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখের একটি বিস্ফোরক আইনের মামলার কর্মকর্তা এসআই আব্দুস সামাদ এবং ১৬ এপ্রিল ২০২৪ তারিখের অপর বিস্ফোরক আইনের মামলার বাদী এসআই সোহেল আসামি আইভীকে শোন অ্যারেস্টের আবেদন করেন। এসময় সাবেক মেয়র আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালটি উপস্থিত রাখা হয়।’


পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম খান আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরী সাবেক মেয়র আইভীকে দুটি মামলায় গ্রেপ্তারের আদেশ দেন। একই সাথে বাকি দুটি মামলায় তাকে দ্রুত গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।’ এ দুটি মামলা নিয়ে আইভীকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। তার বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে।


সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘আইভীর বিরুদ্ধে ৫টি মামলার মধ্যে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা কার্যক্রম পরিচালিত করতে আমরা আবেদন করেছি বাকি দুটি মামলায় তাকে দ্রুত গ্রেপ্তার দেখানো হোক। আদালত তা আমলে নিয়ে দ্রুত গ্রেপ্তার দেখাতে আদেশ দিয়েছেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ