নারায়ণগঞ্জ মেইল: বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ঘন্টা অবরোধের সমর্থনে সাতটি মামলার মাথায় নিয়ে গ্রেফতার উপেক্ষা করে নগরীতে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে নগরীতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি নেতা-কর্মীরা।
রবিবার ( ৫ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর টানবাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সরকারের পতনের আন্দোলন সংগ্রামে রাজপথে আছি। মামলা দিয়ে রাজপথের সরকার পতনের আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। মহানগর বিএনপির নেতাকর্মীরা হামলাকে ভয় পায়না।
তিনি আরও বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ জেগে উঠেছে। সরকার পালানোর পথ খুঁজে পাবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা,বিএনপি নেতা শেখ সেলিম আহমেদ, নাসির উল্লাহ টিপু, আল আরিফ, মহসিন উল্লাহ, আল আমিন, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম বাবু, শিপলু সাদিক, মহাসিন মিয়া, বন্দর উপজেলা বিএনপি নেতা জাহিদ খন্দকার, তাওলাদ হোসেন, পলাশ প্রধান, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্রমিক দল নেতা লিটন, সেলিম হোসেন, বিল্লাল হোসেনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।