নারায়ণগঞ্জ মেইল: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা, বন্দর উপজেলা এবং ৭টি ইউনিয়ন ও ১৭টি ওয়ার্ডের প্রায় শতাধিক স্পটে দিনব্যাপী বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কুরআন খতম এবং দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার ( ৩০ মে) জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণের মধ্যদিয়ে দিয়ে দিনের কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি।
প্রতিটি স্পটে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, মাহমুদুর রহমান, হাবিবুর রহমান দুলাল, রাশিদা জামাল, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মাজহারুল ইসলাম হিরণ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শিশির, হারুন উর রশিদ লিটন, শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম, চঞ্চল মাহমুদ, নাজমুল হক, নজরুল ইসলাম সরদার, আল আমিন প্রধান, সদস্য আবুল হোসেন রিপন, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবাল হোসেন, নাছির উল্লাহ্ টিপু, সোহেল খান বাবুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিন বন্দর থানা বিএনপির ৯টি ওয়ার্ড এবং ৫টি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধীক স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। বন্দর থানা বিএনপি’র অন্তর্গত ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু করে মহানগর বিএনপি। এসময়ে উপস্থিত ছিলেন সভাপতি মো. সেলিমকে সভাপতি, সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি মো. আঃ হান্নান সিনিয়র যুগ্ম সম্পাদক, আ: সালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলুসহ নেতৃবৃন্দ।
২০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। এসময়ে উপস্থিত ছিলেন, সভাপতিজিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠান, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইসারুল হক রাহাত।
২১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। এসময়ে উপস্থিত ছিলেন, সভাপতি সাহেব আলী, সিনিয়র সহ-সভাপতি বাসেদ মিয়া, সাধারণ সম্পাদক নুর আলম স্বপন, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজীসহ নেতৃবৃন্দ।
২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। এসময়ে উপস্থিত ছিলেন, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ কালুন, সাংগঠনিক সম্পাদক ডা. কাজী নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ।
২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। এসময়ে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহসহ নেতৃবৃন্দ।
২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। এসময়ে উপস্থিত ছিলেন, সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ, সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টুলু, প্রচার সম্পাদক মো. মিলনসহ নেতৃবৃন্দ।
২৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। এসময়ে উপস্থিত ছিলেন সভাপতি সফি উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি মো. আমানত, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম নারুসহ নেতৃবৃন্দ।
২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। এসময়ে উপস্থিত ছিলেন সভাপতি ফিরোজ আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুসহ নেতৃবৃন্দ।
এরপরও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির অন্তর্গত কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সমন্বয়ক শাহাদুল্লাহ মুকুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া ও খাবার বিতরণ করা হয়।
এছাড়াও বন্দর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আরিফ মোল্লা, মুছাপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক তারা মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সমন্বয়ক জাহিদ খন্দকার ও মদনপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মামুন ভূঁইয়ার উদ্যোগো জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন দোয়া ও খাবার বিতরণ করা হয়।