নারায়ণগঞ্জ মেইল: বহু জল্পনা কল্পনার পরে ঘোষনা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি। নাহিদুল ইসলাম ভূইয়াকে সভাপতি ও জোবায়ের আলম জিকুকে সাধারণ সম্পাদক করে ঘোষনা করা হয়েছে জেলা ছাত্রদলের ৯ সদস্যেও কমিটি এবং রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইশতিয়াক শিকদারকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয়েছে মহানগর ছাত্রদলের ৬ সদস্যেও কমিটি। এর ফলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রওদলের সবচেয়ে সফল দুজন সভাপতি মশিউর রহমান রনি ও সাহেদ আহমেদের স্থলাভিসিক্ত হলেন। রনি-সাহেদ জুটি নারায়ণগঞ্জে ছাত্রদলের রাজনীতিতে বিপ্লব এনে দিয়েছিলেন। বিশাল এক কর্মীবাহিনী তৈরীর মাধ্যমে নেতৃত্ব বিকশিত করেছিলেন। সেইসাথে তারাই কেবল প্রতিটি ইউনিট কমিটি গঠন করে তৃণমূল পর্যন্ত নেতৃত্ব ছড়িয়ে দিয়েছিলেন। তাই ছাত্র রাজনীতিতে বিপুল জনপ্রিয় এই জুটির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন দায়িত্বপ্রাপ্তদের জন্যে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
জানা যায়, গত ১৫ নভেম্বর রাতে নারায়নগঞ্জ জেলা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০১৮ সালের ৫ জুন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছিলো। মশিউর রহমান রনিকে সভাপতি ও খায়রুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি এবং শাহেদ আহমেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেয়া হয়। পরবর্তী দীর্ঘ প্রায় চার বছর পর গত ৩০ মার্চ আরিফুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৫৯২ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তাৎকালীন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
২০১৮ সালের ৫ জুন ১৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়। কমিটির মধ্যে সভাপতি হিসেবে শাহেদ আহমেদ, সিনিয়র সহ সভাপতি: রাফিউদ্দীন রিয়াদ, সহ সভাপতি শাকিল মিয়া, নাজিম পারভেজ অনতু, শফিকুল ইসলাম শফিক, আলতাফ হোসেন ইব্রাহীম, সিরাজ উদ্দিন প্রধান দর্পন, হামিদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক: মমিনুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক: আলামিন প্রধান, শাহ মোয়াজ্জেম হোসেন লিংরাজ খান, রাকিবুর রহমান সাগর, সাজ্জাদ হোসেন, ইব্রাহীম বাবু ও সাংগঠনিক সম্পাদক মাগফুল ইসলাম পাপন। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ২৩৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছিলো।