নারায়ণগঞ্জ মেইল: যতই দিন যাচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে প্রধান দুটি দল আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে। নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের।। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের মাধ্যমে রাজনীতির ময়দান নিেেজদের দখলে রাখার পাশাপাশি নেতাকর্র্মীদের উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করে রাখতে চেষ্টা চাালিয়ে যাচ্ছেন তারা। এমনকি মামলা হামলা দিয়েও তাদেরকে ঠেকানো যাচ্ছে না। অপরদিকে সরকারী দল আওয়ামীলীগকে তেমনভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে জাতীয় বা দলীয় দুএকটি কর্মৃসূচি পালন করলেও তা দলীয় কার্যালয়ের চারদেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ফলে নারায়য়ণগঞ্জের রাজনীতির মাঠ এককভাবে বিএনপির দখলে চলে যাচ্ছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ তিন মেয়াদে সরকারী দলে থাকলেও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ সাংগঠনিকভাবে দক্ষতা অর্জন করতে পারেনি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগে নেতৃত্ব দিয়ে আসছেন যারা তারা তেমনভাবে তৃণমূলকে উজ্জীবিত করতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া একই মুখ বারবাার ঘুুরেফিরে আসাায় নতুন নেতৃত্বও তৈরী হযনি। জেলা আওয়ামীলীগে ২৫ বছর পর সম্মেলন হলেও সেই পুরানো দুজনকেই দাায়িত্বে রাখা য়েছে। যোগ্যতা থাকা সত্বেও অনেক মেধাবী নেতা রয়ে যাচ্ছেন আলো আধারীতে। যার ফলে ক্ষমতাশীন দল হয়ে আাওয়ামীলেিগর তৃৃণমূূলে দানা বাঁধছে হতাশা।
এছাড়াও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও স্থবিরতা নেমে এসেছে। এর বেশ ককেটিতে কমিটি ননা থাকায় ও বাকিগুলোতেও মেয়দোত্তীর্ণদের দিয়ে চালানোর ফলে নেতাকর্মীরা নিস্তেজ হয়ে পরছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের নেতারা বয়সের ভারে নুুয়ে পরছেন তবুও নেতৃত্¦ পরিবর্তন হচ্ছে না। যে কারনে ছাত্রলীগের সাবেক নেতারাও পপদহীন হয়েয় থাাককছেন। এছাড়া মহানগর ছাত্রলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর শ্রমীকলীগ সবগুলোরই প্রায় বেহাল দশা। এসব কারনে সাংগঠনিকভাবে দুুর্বল হয়ে পরেছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ, আর এ সুুযোগে রাজনীতির মাঠ চলে যাচ্ছে প্রতিপক্ষ বিএনপির দখলে।
অপরদিকে বিভিন্ন গণদাবিতে আন্দোলন সংগ্রাম কওে বিএনপি এখন সরকার পতনের এক দফা দাবিতে অনঢ় অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে তারা দেশের বিভাাগীয় শহরগুলোতে গণ সমাবেশ করে যাচ্ছে যার চুড়ান্ত রূপ প্রকাশ পাবে আগামী ১০ ডিসেম্¦র ঢাকার মহাসমাবেশের মাধ্যমে। আর এ মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও তারা গ্রহন করছে। নারায়ণগঞ্জ জেলা ঢাকার সবচেয়ে নিকটবর্তী হওয়ায় ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জ বিব্এনপির গুরুত্¦পূর্র্ণ ভূমিকা পালন করতে হবে বিধায় একের পর এক প্রস্তুতি সভা করছে তারা। ইতিমধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় বিএনপি নেতাকর্মীদের নামে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। তবুও তারা আন্দোলেেনর মাঠ ছেড়ে যাচ্ছে না। ফলে রাজনীতির মাঠের দখলে তারাই এগিয়ে রয়েছেন।