নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লার বিসিক এলাকার কলাবাগানে আপন ও সাগর বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। গার্মেন্টস কর্মীদের বেতনের টাকা ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এই বাহিনীর অত্যাচারে কলাবাগান সড়কে গার্মেন্টস কর্মীরা চলাচলেও ভয় পাচ্ছেন।
সর্বশেষ গত ৪ এপ্রিল বিল্লাল (২০) নামে এক গার্মেন্টস কর্মীকে মারাত্মক ভাবে আহত করে আপন-সাগর বাহিনীর সদস্যরা। এঘটনায় আহত বিল্লালের বোন জামাতা দুলাল ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- মুসলিমনগর এলাকার ওহাব মিয়ার পুত্র আপন (২৩), আলমাছ সরদারের পুত্র সাগর (২৫), সাঈদ(২৫), সুমন (২৩), রহিম (২৫), আমিনুল (৩২)।
মামলার ছয় নাম্বার আসামী আমিনুল গ্রেফতার হলেও বাহিনীর প্রধান আপন ও সাগর এখনো অধরা। স্থানীয়রা জানায়, বিসিকের কলাবাগান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে আপন-সাগর বাহিনী। প্রতি মাসে গার্মেন্টসে বেতন দেয়ার পরই তাদের তৎপরতা বেড়ে যায়। তাই দ্রুত আপন-সাগর ও তাদের বাহিনীর সকল সদস্যদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা।