লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের মত বিনিময় সভা

নারায়ণগঞ্জ মেইল: বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রভাবে গত দুই বছর কোনো প্রকার আনুষ্ঠানিকতার আয়োজন ছিলো না হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসবের। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় দুই বছর পরে এবার পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসবের। আগামী ৮ ও ৯ এপ্রিল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার অন্তর্গত লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হবে এবারের স্নানোৎসব যা স্থানীয়ভাবে অষ্টমীস্নান হিসেবে পরিচিত। ইতিমধ্যেই স্নানোৎসব আয়োজনের প্রস্তুতি শেষ করে আনছেন আয়োজকরা। এ লক্ষ্যে উৎসব সংশ্লিষ্ট সকলের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদ।

শনিবার (২৬ মার্চ) বিকেলে নগরীর টানবাজারস্থ দরিদ্রভান্ডার কালী মন্দিরে সংগঠনের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত সকলের জন্য ফ্লোর উন্মুক্ত করে দেয়া হয়। উৎসবের বিভিন্ন সেবা ক্যাম্পগুলোর প্রতিনিধিগণ তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং দায়িত্বপ্রাপ্তরা তা সমাধানের আশ্বাস দেন।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মতাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি পরিতোষ সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, পূজা পরিষদের নেতা সুশীল দাস, সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারন সমআদক খোকন বর্মন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, পূজা পপরিষদ নেতা কৃষ্ণ আচার্য্য, সুজন বিশ্বাস, অভিরাজ সেন সজল প্রমূখ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ