না:গঞ্জ আওয়ামীলীগে নির্বাচনের প্রস্তুতি

নারায়ণগঞ্জ মেইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা সংগ্রহ করছে কেন্দ্র। এছাড়াও সম্ভাব্য প্রার্থীদের গ্রহনযোগ্যতা, রাজনৈতিক অবস্থান, সম্পদের পরিমান, ব্যক্তি ইমেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসক তথ্য দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ কয়টি আসনে নৌকার প্রার্থী দেয়া হবে এব্যাপারে কোন সিদ্ধান্ত না হলেও সকল দলের প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে সরকার। তবে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নৌকার প্রার্থী দাবী করেছেন স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই নারায়ণগঞ্জ মেইলকে জানান, আওয়ামীলীগের জন্মলগ্ন থেকেই নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দাবী জানিয়েছিলেন নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন নৌকার প্রার্থী দেয়া হয়। দুটি আসনে মহাজোটের প্রার্থী দেয়া হয়েছে। আগামী নির্বাচনে তা না হয় সেজন্য আমরা কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করবো।

খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহের পাশাপাশি জেলা ও মহানগর আওয়ামী লীগসহ প্রতিটি অঙ্গ সংগঠনের কমিটি পুনর্গঠনের প্রস্তুতি চলছে। সম্ভাব্য প্রার্থী ও আওয়ামীলীগের সিনিয়র নেতাদের আয়, উপার্জনের খাত, ইনকাম ট্যাক্স প্রদান, ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগের সম্পদ ও পরের সম্পদ, কার নিয়ন্ত্রণে কোন কোন সেক্টর, বাহিনীতে কারা কারা আছেন, কে কোন এলাকা নিয়ন্ত্রন করেন এর যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করা হচ্ছে।

সূত্র বলছে, নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের কতিপয় নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। টেন্ডারবাজী, জমি দখল, ভূমি দস্যুতা, চাঁদাবাজীসহ বিভিন্ন অপর্কম চালিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন কতিপয় নেতারা। আর এসকল বিতর্কিত নেতাদের বাদ দেযার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সূত্র বলছে, নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্বন্দি প্রার্থী হিসেবে শক্ত অবস্থান গড়ে তুলছেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম বাবুর প্রতিদ্বন্দি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ আলোচনায় রয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক এমপি কায়সার হাসনাত, ডা: বীরুসহ বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের প্রতিদ্বন্দি হিসেবে রয়েছেন শ্রমিক নেতা কাউছার আহাম্মেদ পলাশ। তবে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীদের তালিকা বেশ দীর্ঘ। আবু হাসনাত শহীদ বাদল, আনিসুর রহমান দিপু, জিএম আরাফাত, আবু সুফিযানসহ প্রায় আটজন প্রার্থী রয়েছে। কেন্দ্রীয় সূত্র বলছে, আগামী দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজধারীরাই নৌকা প্রতীক পাবেন। তাই সম্ভাব্র প্রার্থীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ