যুবদল নেতা সজলের মা আর নেই

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের মমতাময়ী মা খোদেজা বেগম ( ৮৪ ) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে শহরের কিল্লারপুলস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ নাতি নাতনী এবং বহু গুনগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমার জানাযার নামাজ বুধবার ( ১৪ ডিপেম্বর ) সকাল এগারোটায় কিল্লারপুলস্থ কিল্লা শাহী মসজিদ অনুষ্টিত হবে । জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে ।

 

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন মনিরুল ইসলাম সজলের পরিবার।

 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের মা খোদেজা বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত । গত ৮ নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত সপ্তাহে নিজ বাসভবনে নিয়ে আসা হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ