শহরের মিশনপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে শাবল পড়ে এক নারী নিহত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় নির্মানাধীন একটি বহুতল ভবনের উপর থেকে শাবল পড়ে জাহানারা বেবী(৫০) এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদ মহল্লার শেষ মাথায় পুলিশের বাড়ির সামনে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত জাহানারা বেবী নগরীর খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন।

ঘটনাটির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা আবাসিক ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহানারা বেগম নামে ওই নারী। হঠাৎ উপর থেকে একটি শাবল তার মাথার উপর পড়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহানারা চাষাড়ার একটি স্কুল থেকে তার নাতিকে আনতে ডন চেম্বার থেকে ঐ পথ দিয়ে যাচ্ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, বাড়িটির মালিক মুক্তিযোদ্ধা হাজী তোতা মিয়া। যার নির্মান কাজ করছেন সানরাইজ হাউজিং। এই বাড়ি নির্মান করতে কোন নিরাপত্তা বেষ্টনী ব্যবহার করা হয়নি। ঘটনার পরপরই পুলিশে খবর দিলে পুলিশ নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরীয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সুজন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এই বিষয়ে নিহতের পরিবারের লোকজনের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ