একটুকরো বস্ত্রের জন্য তিন ঘন্টা লাইনে, ছিলোনা স্বাস্থ্যবিধির বালাই

নারায়ণগঞ্জ মেইল: সোমবার ১১ অক্টোবর মহা ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গোৎসব শুরুর আগের প্রস্তুতি সভাগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের নেতারা বারবার বলেছেন স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে এবারের দুর্গোৎসব। চলমান করোনা পরিস্থিতির কারণে দুর্গোৎসব আয়োজনে যাতে কোনোভাবেই স্বাস্থ্য বিধি লংঘন না হয় সেদিকে দৃষ্টি রেখে শুধুমাত্র পূজা-অর্চনার মাধ্যমে এবারের শারদ উৎসব পালন করা হবে বলে নিশ্চিত করা হয়েছিল পূজা পরিষদের পক্ষ থেকেও। কিন্তু কথা আর কাজে কোনো মিল পাওয়া যায়নি।

সরোজমিনে গিয়ে দেখা যায়, দূর্গোৎসবের শুরুর দিন মহা ষষ্ঠী পূজায় নারায়ণগঞ্জের দেওভোগ লক্ষীনারায়ন আখড়ায় অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়। আর সেই বস্ত্র নিতে দুস্থ পরিবারের নারীরা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন প্রায় তিন ঘন্টা। এ সময় একজনের শরীরের সাথে আরেকজন প্রায় লেপ্টে ছিলেন। একটুকরো বস্ত্রের জন্য বিভিন্ন বয়সের নারীরা প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। যেখানে ছিলোনা স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই। মন্দির পেরিয়ে মূল সড়কের উপর তারা লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন, আর এই দৃশ্য দেখে সে সড়ক দিয়ে চলাচলরত সাধারণ মানুষকে দেখা গেছে ক্ষোভ প্রকাশ করতে। সন্ধ্যায় না’গঞ্জের জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ উদ্বোধন করেন। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রায় চার শতাধিক নারী। এ বিষয়ে জানতে চাওয়া হলে আয়োজকরা এর কোনো সদুত্তর দিতে পারেননি। শারদীয় দূ‌র্গোৎসব উপল‌ক্ষে লক্ষ্মীনারায়ণ সামা‌জিক সেবা সং‌ঘের উ‌দ্যো‌গে অসহায়‌দের মা‌ঝে এই বস্ত্র বিতরণ কর্মসূচী অনু‌ষ্ঠিত হ‌য়। এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সোমবার (১১ অ‌ক্টোবর) দূর্গাপূজার ষষ্ঠী‌তে নগরীর দেও‌ভোগে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ আখড়ায় এ বস্ত্র বিতরণ কর্মসূচী অনু‌ষ্ঠিত হয়। এসময় ৪০০ অসহায় নারী পুরু‌ষের মা‌ঝে শাড়ী-লুঙ্গী বিতরণ ক‌রেন প্রধান অ‌তি‌থি।

লক্ষ্মীনারায়ণ সেবা সং‌ঘের সভাপ‌তি দী‌লিপ চন্দ্র দে’র সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদন দী‌লিপ কুমার দাস এর সা‌র্বিক ব‌্যবস্থাপনায় কর্মসূচী‌তে বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা আ‌রিফা জহুরা, না‌সিক ১৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ও বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি শেখ নাজমুল আলম সজল, না‌সিক ১৪নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শ‌ফিউ‌দ্দিন প্রধান।

অ‌তি‌থি হি‌সে‌বে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ১৪নং ওয়ার্ডের সা‌বেক কাউ‌ন্সিলর ম‌নিরুজ্জামান ম‌নির, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি অরুণ কুমার সাহা, জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সা‌বেক সভাপ‌তি সঙ্কর সাহা, শ্রী শ্রী রামসীতা ম‌ন্দি‌রের শ‌্যামল মহারাজ, শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বা‌রোয়ারী পূজা ক‌মি‌টির সভাপ‌তি অ‌জিত সাহা ও সাধারন সম্পাদক স্বপন দাস, বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও সমাজ‌সেবক মাসুম আহ‌মেদ, বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও সমাজ‌সেবক দিদার খন্দকার সহ অন‌্যান‌্য নেতৃবৃন্দ।

কর্মসূচীর সা‌র্বিক সহ‌যোগীতায় ছি‌লেন লক্ষ্মীনারায়ণ সেবা সং‌ঘের সহ সভাপ‌তি গো‌পিনাথ সাহা, গৌতম চন্দ্র ঘোষ ও নি‌খিল চন্দ্র ঘোষ, সহ সাধারন সম্পাদক নিত‌্য ঘোষ, কোষাধ‌্যক্ষ‌ বিশ্ব‌জিত সাহা, সহ কোষাধ‌্যক্ষ মিঠু ঘোষ, সহ সাংগঠ‌নিক সম্পাদক লিটন ঘোষ ও রাজু ঘোষ, সহ প্রচার সম্পাদক মধু ঘোষ সহ অন‌্যান‌্য সদস‌্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ