১৬’শ পরিবহন শ্রমিকের পাশে না’গঞ্জ ক্লাব

নারায়ণগঞ্জ মেইল: কর্মহীন গণপরিবহনের শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ ক্লাব। চলমান লকডাউনে চলাচল বন্ধ রয়েছে নারায়ণগঞ্জের উৎসব, বন্ধন, বন্ধু, বাধঁন, হিমাচল, আনন্দ ও লেগুনার মতো গণপরিবহন। সেই পরিবহনের প্রায় ১৬০০ শ্রমিকের হাতে হাতে শনিবার (৩১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ইসদাইরস্থ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া নারায়ণগঞ্জের ১৬শ পরিবহন শ্রমিক দীর্ঘদিন মানবতার জীবন যাপন করায় তাদের পরিবারের সাহায্যের্থে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটুর উদ্যোগে এদের সহায়তায় এগিয়ে আসেন ক্লাব সদস্য শেখ হাফিজুর রহমান, বিপ্লব সাহা, মো: আসলাম, জাহাঙ্গির হোসেন মোল্লা, সেলিম রেজা সিরাজী, আবুল কালাম আজাদ, নরুজ্জামান, মাহবুবুল রহমান মারুফ, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, সায়মন মনির, আশিকুজ্জামান সুজন, এসএম রানা ও মন্টি প্রমূখ।

অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে বিতরন করা খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন। খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি শামীম ওসমান স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও মোবাইল ফোনে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পক্ষে সভাপতি তানভীর আহম্মেদ টিটু ছাড়াও বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদলসহ নারায়ণগঞ্জ ক্লাবের বেশ কয়েকজন সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্যকালে এমপি শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ থাকায় আজ আসতে পারিনি। করোনা টেস্ট করিয়েছি। তবে, আমার করোনার ফলাফল ভালো আসছে। যেহেতু শরীরটা খারাপ ছিল, তাই মানুষের মধ্যে আসতে চাই নাই। আমার কারণে যাতে কোন মানুষ অসুস্থ না হয়। আপনারা যারা এখানে আসছেন, আমি জানি সকলেই খুব কষ্টে রয়েছেন। তানভীর আহম্মেদ টিটুর উদ্যোগে যারা আজকে সহযোগীতার হাত বাড়িয়েছেন, তাদের এই আয়োজনে শরিক হওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহকে খুশি করা। আল্লাহ মানুষকে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। মহামারি আমাদের জন্য একটা পরীক্ষা।

শামীম ওসমান আরও বলেন, ‘আমার শ্রমিক ভাই যারা রয়েছেন, তারা সচেতন হয়ে থাকবেন। পাশাপাশি বাসার সকলকে সচেতন করবেন। ইনশাআল্লাহ, দয়ালু আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আমরা আসছি খালি হাতে, যাবোও খালি হাতে। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, সবার উচিৎ আল্লাহকে রাজি-খুশি করার জন্য মানুষের পাশে এসে দাঁড়ানো’।

খাদ্য সামগ্রী বিতরণকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘এই দুঃসময়ে নারায়ণগঞ্জ ক্লাব এগিয়ে আসায় সরকারের পক্ষ থেকে আমি তানভীর আহম্মেদ টিটুকে ধন্যবাদ জানাচ্ছি। তার মাধ্যমেই তার সহকর্মীরা একটি মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো। আমরা চাই করোনার এই বিপদকালে সরকারের পাশাপাশি বিত্তবানরা নারায়ণগঞ্জের অসহায়, দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াক। তাহলে জেলায় মানবতার একটি জয় হবে।’

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু বলেন, করোনার শুরুতে প্রধানমন্ত্রী কর্তৃক করোনা হাসপাতাল প্রতিষ্ঠার পর নারায়ণগঞ্জ ক্লাব চিকিৎসকদের থাকার ব্যবস্থা করেছে। ক্লাবের পক্ষ থেকে প্রায় ৯ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে। খানপুরের করোনা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে দায়িত্বের জায়গা থেকে অংশ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের পরামর্শে জেলার ১৬০০ পরিবহন শ্রমিকদের পাশে এসে দাঁড়ানো হলো আজ। তানভীর আহম্মেদ টিটু আরও বলেন, এবার যারা বাদ পরেছেন, পাশাপাশি অন্যান্য খাতের মানুষদের নিয়ে আরও ১৫০০ থেকে ২০০০ অসহায় মানুষের তালিকা করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ