রেলওয়ের উচ্ছেদ, ঐতিহ্যবাহী মাউরা হোটেলকে তিন মাস সময়

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার ও চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

এসময় বিভিন্ন দোকান, খাবারের হোটেল, অস্থায়ী বাসস্থানসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের জনপ্রিয় মাউরা হোটেলেও উচ্ছেদ পরিচালনা করতে গেলে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় স্থাপনা সরিয়ে দেওয়ার জন্য ৩ মাসের সময়  দেওয়া হয় ।

সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের বিভাগীর ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় পুলিশ, বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ, ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে বিআইডবিøউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম আপরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন অভিযানে সহযোগিতা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ