নারায়ণগঞ্জ মেইল: সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার পল্টনে আসেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের আহবায়ক মনির হোসেন খান ও সদস্য সচিব গুলজার হোসেন খান।
কৃষক সমাবেশে যোগ দিতে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ ঢাকার জিরো পয়েন্টে একসাথে জড়ো হন। সেখান থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বিশাল শোডাউন করে পল্টনের মূল সমাবেশে যোগ দেন তারা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ কারাবন্দি সকল বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করে তোলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ।
কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের আহ্বায়ক মনির হোসেন খান, সদস্য সচিব গুলজার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নুর আলম, জসিম, উজ্জ্বল, মনির হোসেন প্রধান, বন্দর থানা কৃষক দলের আহবায়ক আব্দুল্লাহসহ কয়েক হাজার নেতা কর্মী।